তিরুবনন্তপুরমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, উৎসাহ তুঙ্গে ফ্যানেদের, আজ ডেথ ওভারই মাথাব্যথা রোহিতের

হার্দিক এনসিএ-তে। ভুবি বাইরে। রোহিতকে দলে বদল আনতেই হবে। শাহবাজের খেলার সম্ভাবনা কম। তিনি অক্ষরের ব্যাক-আপ।

Must read

তিরুবনন্তপুরম, ২৭ সেপ্টেম্বর : যাঁকে নিয়ে ফ্যানেরা চিৎকার করছেন, তিনি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তিনি লোকাল হিরো। না থেকেও তাই সঞ্জু স্যামসন এই মুহূর্তে ভীষণভাবে আছেন তিরুবনন্তপুরম-জুড়ে। ভারত-দক্ষিণ প্রথম টি-২০ ম্যাচের আবহে।

আরও পড়ুন-বিরাট কিন্তু ছন্দে ফিরেছে : হজ

গ্রিনফিল্ড স্টেডিয়ামে প্রচুর লোক হবে বুধবারের ম্যাচে। অনেকদিন বাদে কেরলে কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। মানুষের উৎসাহ টের পাওয়া গেল সোমবার রোহিতরা হায়দরাবাদে সিরিজ জিতে এখানে আসতেই। সঞ্জুর ফ্যানেরা তাঁর নাম করে চিৎকার করেছেন। তিনি এই সিরিজে কেন, বিশ্বকাপ দলেও নেই। ফলে স্থানীয়দের উৎসাহের মধ্যে ক্ষোভের ছাপ স্পষ্ট। টিম বাস ঘিরে সঞ্জু-সঞ্জু শুনে একসময় নিজের ফোনে রাজস্থান রয়্যালস অধিনায়কের ছবি বের করে ফানেদের খুশি করার চেষ্টা করেছেন সূর্যকুমার যাদব। তাতে ক্ষোভ মোটেই মেটেনি।
অস্ট্রেলিয়াকে ২-১-এ হারিয়ে এসেছে ভারত। এবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে যাবে রোহিতের দল। কিন্তু এরমধ্যেও ডেথ ওভার বোলিং চিন্তায় রেখেছে। ভুবনেশ্বর আর হর্ষল অনেক রান দিয়ে ফেলছেন। ভুবিকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এটাও মাথায় রাখতে হবে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে বুমরা চার ওভারে ৫০ রান দিয়েছেন।

আরও পড়ুন-ইংল্যান্ড-জার্মানি ৩-৩ ড্র, হাঙ্গেরিকে হারিয়ে শেষ চারে গেল ইতালি

গ্রিনফিল্ড মাঠে বরাবর ভাল রান ওঠে। রোহিতের জন্য এটা স্বস্তির ব্যাপার। যেহেতু তাঁর ব্যাটাররা রানের মধ্যে আছেন। রোহিত নিজে রান পাচ্ছেন। বিরাট পুরনো মেজাজে ফেরত এসেছেন। সূর্য বিধ্বংসী ফর্মে রয়েছেন। একমাত্র চিন্তা রাহুলকে নিয়ে। তবে সুনীল গাভাসকর অবশ্য বলেছেন, রাহুলকে ওর মতো ছেড়ে দেওয়া উচিত। তেম্বা বাভুমার দলের বোলিং ডিপার্টমেন্ট বেশ শক্তিশালী। পেসের পাশাপাশি স্পিনাররাও সাম্প্রতিক অতীতে ভারতকে ভাল বেগ দিয়েছেন।

আরও পড়ুন-শিশুচুরির অভিযোগে

অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকা সিরিজও বিশ্বকাপের স্টেজ রিহার্সাল বলে মনে করা হচ্ছে। দুটো দলই এই তিন ম্যাচে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। রোহিত বলেছেন ডেথ ওভার নিয়ে চাপে আছেন। তবে বোলারদের আরও সময় দিতে চান। বাভূমার জন্য চাপ হল দলের ব্যাটিং। কিছুতেই পার্টনারশিপ হচ্ছে না। এখানে আসার আগে বাভুমা বলে এসেছেন, জিতেই ফিরতে চান। টি-২০ সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে।

আরও পড়ুন-৩ রাজ্যে জারি হল অ্যালার্ট, রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

হার্দিক এনসিএ-তে। ভুবি বাইরে। রোহিতকে দলে বদল আনতেই হবে। শাহবাজের খেলার সম্ভাবনা কম। তিনি অক্ষরের ব্যাক-আপ। রোহিত আগেই বলে দিয়েছেন, কার্তিককে আরও ম্যাচ দিতে চান। সুতরাং ডিকে ফের উইকেটের পিছনেই থাকছেন। কিন্তু এই ম্যাচে অর্শদীপ ও ঋষভ পন্থকে সম্ভবত দেখা যাবে।

Latest article