মুম্বই, ২২ জুলাই : প্রায় তিন বছর ধরে ব্যাটে বড় রান নেই বিরাট কোহলির। সব ফরম্যাটেই রানের খরা চলছে প্রাক্তন ভারত অধিনায়কের। বিরাট কবে রানে ফিরবেন, তা যেন জাতীয় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নানা বিশেষজ্ঞ নানা পরামর্শ দিচ্ছেন। তাতেও রানের খরা কাটছে না তাঁর। তারই মধ্যে প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার মূল্যবান টিপস দিলেন বিরাটকে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণায় আনন্দে আদিবাসীরা
বেঙ্গসরকার বলেছেন, ‘‘২০০৪ সালের অস্ট্রেলিয়া সফরে শচীনকে এই একই সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। ওই সময় শচীন ওর সেরা স্কোরিং জোন থেকে সরে এসেছিল। সফরের শেষ টেস্টে ও ২৪১ রানের দুরন্ত ইনিংস খেলেছিল। ওই ইনিংসে একটিও কভার ড্রাইভ ছিল না। বিরাটকেও এটা করতে হবে। যে শট খেলতে গিয়ে ও বারবার আউট হচ্ছে, যে স্কোরিং জোনে ও আউট হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কঠিন পরিশ্রম করতে হবে বিরাটকে।’’
আরও পড়ুন-প্রশিক্ষণ দিয়ে আইটিতে কর্মী নিয়োগ রাজ্যের
ইনিংসের শুরুটা ভাল হচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। এর পরই অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে ফিরছেন বিরাট। বারবার একই ভুলের পুনরাবৃত্তি। বেঙ্গসরকারের বক্তব্য, ‘‘বিরাট যে বড় খেলোয়াড়, তা নিয়ে কোনও দ্বিমত নেই। দীর্ঘ দিন ধরে একই টেকনিক নিয়েই রান করেছে। তাই বলব, ওর টেকনিকে কোনও সমস্যা নেই। কিন্তু বোলাররা অফ স্টাম্পের বাইরে বল রেখে খেলতে বাধ্য করছে। ওকে হাফভলি দিচ্ছে না, প্যাডে বল দিচ্ছে না। যাতে ও ভুল করে। সেটাই হচ্ছে। বিরাটকে অফ স্টাম্পের বাইরের বলের ক্ষেত্রে অনেক সতর্ক এবং যত্নশীল হতে হবে।’’