প্রশিক্ষণ দিয়ে আইটিতে কর্মী নিয়োগ রাজ্যের

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল সংখ্যক কর্মসংস্থানের দুয়ার উন্মুক্ত করল ‘ওয়েবেল-ফুজিসফ্ট-ভারা সেন্টার অফ এক্সেলেন্স’ নামক রাজ্য সরকারি প্রতিষ্ঠান।

Must read

অসীম চট্টোপাধ্যায় দুর্গাপুর: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল সংখ্যক কর্মসংস্থানের দুয়ার উন্মুক্ত করল ‘ওয়েবেল-ফুজিসফ্ট-ভারা সেন্টার অফ এক্সেলেন্স’ নামক রাজ্য সরকারি প্রতিষ্ঠান। দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহাতে এলাকাস্থিত ওয়েবেলের এই দফতরে কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং আইটি বা তথ্যপ্রযুক্তি সহ ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-সিবিএসইতে সেরা কলকাতার ২, মনোবিজ্ঞানী হতে চায় ওভিয়া

রাজ্য সরকারের এমএসএমই দফতরের পাশাপাশি জাপানের ‘ফুজিসফ্ট ইনকর্পোরেটেড’ ও ভারত সরকারের ‘ভারা টেকনোলজি’র মাধ্যমে এই প্রশিক্ষণ পর্বটি সম্পাদিত হচ্ছে। ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এমবেডেড সিস্টেমস বা আইওটি এবং অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং-এর প্রশিক্ষণের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এই সেন্টার অফ এক্সেলেন্স ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। তথ্যপ্রযুক্তি নির্ভর বর্তমান শিল্পের কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই প্রতিষ্ঠানটি সেন্টার অফ এক্সেলেন্স পোস্ট গ্র্যাজুয়েট, অ্যাডভান্সড সার্টিফিকেশন এবং ডেটা সায়েন্স ইত্যদির উপর সংক্ষিপ্ত কোর্স করিয়ে বিভিন্ন শিল্প সংস্থায় তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এই সংস্থাটি। আসানসোল ও দুর্গাপুরের পাশাপাশি তমলুক, হলদিয়া, কাঁথি ও মহিষাদলে ওয়েবেলের পক্ষ থেকে কাউন্সেলিং সেশন পরিচালনা করা হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Latest article