সিবিএসইতে সেরা কলকাতার ২, মনোবিজ্ঞানী হতে চায় ওভিয়া

পরিশ্রমের সুফলও ওভিয়া পেয়েছে হাতেহাতে। ইংরেজিতে পেয়েছে ৯৮, রাষ্ট্রবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, লিগাল স্টাডিজে ৯৯ এবং মনোবিজ্ঞানে ১০০

Must read

প্রতিবেদন : মনোবিজ্ঞানেই ভবিষ্যৎ গড়তে চায় ওভিয়া রায়। প্রথমে উচ্চশিক্ষা, তারপরে গবেষণা। কলা বিভাগে ৯৯ শতাংশ নম্বর পেয়ে সত্যিই তাক লাগিয়ে দিয়েছে সাউথ পয়েন্টের ওভিয়া রায়। শুক্রবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে ওভিয়া যেন এক বিস্ময়-বালিকা। ৯৯ শতাংশ নম্বর পেয়ে তার মতোই কলকাতার শীর্ষে উঠে এসেছে সাউথ পয়েন্টেরই বিজ্ঞানের ছাত্রী জাহ্নবী সাউ।

আরও পড়ুন-বেতন না দেওয়ায় স্কুলে আটক শিশু

মুক্তকণ্ঠে প্রশংসিত হচ্ছে তার মেধাও। উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি তার সামনে। সীমাহীন উচ্চশিক্ষা স্বাগত জানাচ্ছে জাহ্নবীকে। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫। কিন্তু ওভিয়ার রেজাল্ট আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে একটাই কারণে, কলা বিভাগে ৯৯ শতাংশ নম্বর পেয়েছে সে। যা শুধু বিরল নয়, রীতিমতো কষ্টসাধ্যও। কিন্তু এমন বিরল সাফল্যের নেপথ্যের কৌশলটা কী? ওভিয়া ভরসা রেখেছে অনলাইন এবং অফলাইন— দু’টিতেই। খুঁটিয়ে পড়েছে এনসিইআরটি-র নোট। একইসঙ্গে অনলাইন নোটেও বিশেষ গুরুত্ব দিয়েছে। সবচেয়ে বড় কথা টেক্সট বুক। প্রতিটি লাইন বারবার পড়েছে খুঁটিয়ে। দখল নিয়েছে প্রতিটি বিষয়ের। টিউশন নিয়েছে অনলাইনে।

আরও পড়ুন-দুধ ফোটালে হচ্ছে রাবার

সাহায্য পেয়েছে শিক্ষক-শিক্ষিকাদেরও। কিন্তু ব্যক্তিগত পরিশ্রমের প্রশ্নে কোনও আপস করেনি ওভিয়া। বলল, পড়ার পাশাপাশি গত কয়েক বছরের প্রশ্নপত্র বারবার নিয়ে বসেছি। ঘড়ি ধরে উত্তর লিখেছি। ঘষেমেজে তৈরি করেছি নিজেকে। পরিশ্রমের সুফলও ওভিয়া পেয়েছে হাতেহাতে। ইংরেজিতে পেয়েছে ৯৮, রাষ্ট্রবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, লিগাল স্টাডিজে ৯৯ এবং মনোবিজ্ঞানে ১০০।

Latest article