মুম্বই, ৪ মে: বিরাট কোহলির রানের খরা নিয়ে চর্চা অব্যাহত। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ম্যাচে অর্ধশতরান করলেও এখনও সেই চেনা বিরাটের ব্যাটিং ফর্ম ফিরে আসেনি। শতরান নেই আড়াই বছর ধরে। এই অবস্থায় বিরাটকে মূল্যবান পরামর্শ দিলেন তাঁর সব থেকে প্রিয় বন্ধু, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তাঁর দীর্ঘ দিনের সতীর্থ এবি ডেভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, বিরাটের সমস্যাটা মানসিক, কোনও টেকনিক্যাল বিষয় নয়।
আরও পড়ুন-শীর্ষে ভারত
ডেভিলিয়ার্স বলেছেন, ‘‘খারাপ ফর্মের সময় একটা বা দু’টো খারাপ ইনিংস যদি বার বার ফিরে আসে, তাহলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে দাঁড়ায়। বিরাটের ক্ষেত্রে হয়তো সেটাই হচ্ছে। কিন্তু এটা টেকনিক্যাল বিষয়ের থেকেও বেশি মানসিক।’’ এর পরই প্রাক্তন প্রোটিয়া তারকার সংযোজন, ‘‘বিরাটের ক্ষেত্রে মনের দ্বন্দ্ব চলছে। আসলে মন এবং মানসিক শক্তি–এই দুইয়ের যুদ্ধ চলছে ওর মধ্যে। এক জন রাতারাতি খারাপ খেলোয়াড় হয়ে যেতে পারে না। বিরাট এটা জানে এবং আমিও সেটা জানি। আমার মনে হয়, তুমি কী ভাবছ এবং সেই ভাবনা অনুযায়ী কীভাবে মনকে তৈরি করছ, এটাই আসল। বিরাটের উচিত মন পরিষ্কার রেখে, তরতাজা হয়ে, নিজেকে উজ্জীবিত করে ব্যাট করা। তা হলেই নিজের ছন্দ ফিরে পেতে সমস্যা হবে না।’’
আরও পড়ুন-দু’বছরের জন্য নির্বাসিত সাংবাদিক
বিরাটের সঙ্গে ডেভিলিয়ার্সের বোঝাপড়া দুর্দান্ত। এবি-র পর্যবেক্ষণেই স্পষ্ট, তিনি বিরাটের ব্যাটিং কতটা খুঁটিয়ে দেখেন। বন্ধুর পরামর্শ কাজে লাগিয়ে কত তাড়াতাড়ি নিজের সেরা ফর্মে ফিরতে পারেন বিরাট, এখন সেটাই দেখার।