শীর্ষে ভারত

তাদের পয়েন্ট ১২৮, ভারতের ১১৯। টেস্ট র্যা ঙ্কিংয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। তবে ওয়ান ডে র্যা ঙ্কিংয়ে শীর্ষে কিউয়িরা।

Must read

দুবাই: রোহিত শর্মার নেতৃত্বে ছোট ফরম্যাটে পর পর তিনটি সিরিজ জিতেছে ভারত। সম্প্রতি দেশের মাটিতে টি-২০ সিরিজে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। ৯-০ ব্যবধানে সিরিজ জয়ের পুরস্কার হিসেবে আইসিসি টি-২০ র্যা ঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করল রোহিতের ভারত। ইয়ন মর্গ্যানের দলের থেকে পাঁচ র্যা ঙ্কিং পয়েন্ট এগিয়ে ভারতীয় দল।

আরও পড়ুন-দু’বছরের জন্য নির্বাসিত সাংবাদিক

অন্যদিকে, টেস্টে শীর্ষস্থান ধরে রাখল অস্ট্রেলিয়া। সম্প্রতি অ্যাসেজ জয়ের পর পাকিস্তানের মাটিতেও ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে প্যাট কামিন্সের দল। দ্বিতীয় স্থানে থাকা ভারতের থেকে ৯ র্যা ঙ্কিং পয়েন্টে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১২৮, ভারতের ১১৯। টেস্ট র্যা ঙ্কিংয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। তবে ওয়ান ডে র্যা ঙ্কিংয়ে শীর্ষে কিউয়িরা।

Latest article