সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীকে নিয়ে বিরাটের স্মৃতিচারণ

Must read

মুম্বই, ১০ নভেম্বর : কোচ-ক্যাপ্টেনের রসায়ন নিয়ে প্রচুর শব্দ খরচ হয়েছে ইতিমধ্যেই। দু’জনের জুটিতে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল ভারত। আইসিসি র‍্যাংঙ্কিংয়ে ৪২ মাস ধরে শীর্ষে ছিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি-রবি শাস্ত্রীর সেই জুটি এবার বিচ্ছিন্ন হয়েছে। সাত বছর একসঙ্গে কাটানোর পর ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে গেলেন শাস্ত্রী। তিনি সরে যাওয়ার পর বিষণ্ণ-বিরাট একটি টুইট করেছেন। তাতে তিনি অনেক সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন : শুভেন্দু হটাও, নন্দীগ্রাম বাঁচাও

শাস্ত্রীর সঙ্গেই মেয়াদ শেষ করে দায়িত্ব থেকে সরে গেলেন বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধর। বিরাট তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরাট লিখেছেন, ‘‘অসাধারণ সব স্মৃতির জন্য ধন্যবাদ। দল হিসাবে আমরা আপনার সঙ্গে দারুণ জার্নি করেছিলাম। এতে আপনার অবদান অনেক। ক্রিকেট ইতিহাস আপনাকে মনে রাখবে। জীবনের পরবর্তী ধাপের জন্য আপনাকে শুভেচ্ছা।” বিরাট এই টুইটে তাঁর সঙ্গে শাস্ত্রী ও বাকি সাপোর্ট স্টাফেদের ছবি শেয়ার করেছেন। শাস্ত্রী ও তাঁর জুটিকে ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল কোচ-ক্যাপ্টেনের জুটি হিসাবে বলা হচ্ছে। বিরাট নামিবিয়া ম্যাচের পরই টি-২০ নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এই ম্যাচের পর ভারতীয় ড্রেসিংরুমে ক্রিকেটারদের কাছে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন শাস্ত্রী ও তাঁর সাপোর্ট স্টাফ টিম। প্রশ্ন হল শাস্ত্রী এবার কী করবেন? শোনা যাচ্ছে আইপিএলে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। তারা ভরত অরুণ ও আর শ্রীধরকেও বোলিং ও ফিল্ডিং কোচ হিসাবে চাইছে। তবে শাস্ত্রী আবার কমেন্ট্রি বক্সে ফিরতে পারেন। শাস্ত্রী-বিদায়ের পর ১৭ নভেম্বর নতুন যুগের সুচনা হচ্ছে। ভারতের নতুন টি-২০ অধিনায়ক রোহিত শর্মা। নতুন কোচ রাহুল দ্রাবিড়। জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ। যে সিরিজে বিশ্রাম নিয়েছেন বিরাট।

Latest article