রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিরাট, আমাদের লক্ষ্য এক, দলের জয়

এই দক্ষিণ আফ্রিকাতেই বিরাট নেতৃত্ব ছাড়ার পর ভারতীয় দলের দায়িত্ব এসে পড়েছিল রোহিত শর্মার উপর। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন বোর্ড সভাপতি।

Must read

সেঞ্চুরিয়ন, ২৫ ডিসেম্বর : কেমন সম্পর্ক রোহিত ও বিরাটের মধ্যে? নানারকম ব্যাখ্যা আছে এই ব্যাপারে। কিন্তু বিরাট কোহলি সরাসরি বলে দিলেন, দু’জনের মধ্যে যথেষ্ট ভাল সমন্বয় রয়েছে। ড্রেসিংরুমেও সুন্দর পরিবেশ।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে সেই ধার নেই, রোহিত-বিরাট রান করবে, দাবি সানির

এই দক্ষিণ আফ্রিকাতেই বিরাট নেতৃত্ব ছাড়ার পর ভারতীয় দলের দায়িত্ব এসে পড়েছিল রোহিত শর্মার উপর। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন বোর্ড সভাপতি। তিনি রোহিতকে অধিনায়ক হতে বলায় তিনি প্রাথমিকভাবে দায়িত্ব নিতে রাজি হননি। তবে সৌরভের অনুরোধ ফেলতেও পারেননি।
এই পরিস্থিতিতে ভারতীয় দলের দুই মহারথীর পারস্পরিক সম্পর্ক আতশ কাচের তলায় চলে এসেছিল। কিন্তু দুজনেই পরষ্পরের প্রতি বরাবর শ্রদ্ধা দেখিয়ে এসেছেন। এমনকি বিরাট যখন দু বছর ধরে চূড়ান্ত অফ ফর্মে ছিলেন, তখনও রোহিত তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বরাবর বিরাটের ঢাল হয়ে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন-জনসংযোগে বিদ্ধ হবে বিরোধীরা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্টের আগে বিরাট এসব নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমাদের ড্রেসিংরুমের পরিবেশ দারুন। আমরা সবাই পরস্পরের পাশে থেকে মাঠে নামার অপেক্ষায়। এমন পরিবেশে দলের জন্য যা ইচ্ছে করা যায়। এরপর বিরাট বলেন, আমাদের মধ্যে বোঝাপড়া ও ক্রিকেটীয় দৃষ্টিকোণ এক। আমাদের লক্ষ্য ভারতের জয়ের দিকে। এজন্য সব ফাঁকফোকর বোজানোই উদ্দেশ্য। আমি রোহিতকে ম্যাচে যাবতীয় ইনপুট দিই। রোহিতও সবরকম আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে খোলামেলা কথা বলি।
বিরাট এই ভিডিওতে আরও বলেছেন, সিনিয়র প্লেয়ার হিসাবে তাঁদের লক্ষ্য থাকে দলকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া। যাতে কেউ চাপে না থাকে।

Latest article