নয়াদিল্লি, ৩০ মার্চ : আইপিএল গ্রহ থেকে তিনি বহুদূরে। কিন্তু এবি ডি’ভিলিয়ার্সের মন পড়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে। দীর্ঘদিনের আইপিএল সতীর্থ তথা বন্ধু বিরাট কোহলি সম্পর্কে প্রাক্তন আরসিবি তারকার ভবিষ্যদ্বাণী, এবারের টুর্নামেন্টে কিং কোহলির ব্যাটে রানের বন্যা বইবে।
আরও পড়ুন-অভিশপ্ত মাঠে ফিরেই গোল পেলেন এরিকসেন
ডি’ভিলিয়ার্সের বক্তব্য, ‘‘সবাই জানেন, ফাফ ডুপ্লেসি এবার আরসিবির ক্যাপ্টেন। আমি এটা ভেবেই উত্তেজিত যে, বিরাট এবার পুরোপুরি চাপমুক্ত হয়ে মাঠে নামবে। আমার ধারণা, এবারের আইপিএলে দারুণ একটা মরশুম বিরাট কাটাতে চলেছে। বিশ্বাস করি, ও এবার ছশোরও বেশি রান করবে।’’
আরও পড়ুন-ডিগ্রি নেই, মা এখনও পিছনে পড়ে রাহুলের
একই সঙ্গে ডি’ভিলিয়ার্স মনে করছেন, বিরাটের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন আরসিবির নতুন অধিনায়ক ডুপ্লেসি। তাঁর বক্তব্য, ‘‘ফাফ অত্যন্ত অভিজ্ঞ নেতা। তাছাড়া বিরাট রয়েছে। তাই দল পরিচালনা করতে ফাফের কোনও সমস্যা হবে না। বরং ওদের মতো অভিজ্ঞ সতীর্থ থাকায়, দলের তরুণ ক্রিকেটাররা খোলা মনে নিজেদের সেরাটা দিতে পারবে।’’
প্রাক্তন প্রোটিয়া তারকা আরও জানিয়েছেন, ‘‘জানি না আরসিবি দলকে নিয়ে সবার প্রত্যাশা কতটা। তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, এই দলটা কয়েকজন নতুন মুখ উপহার দিতে পারে।’’