চোখের জলে শেষ বিদায় ওয়ার্নিকে

এক অন্যরকম এমসিজি! যেখানে ক্রিকেট নেই। আছে দমচাপা কষ্ট। মন খারাপ করা সন্ধ্যা। ভীষণ উজ্জ্বল শুধু শ্যেন কিথ ওয়ার্নের বড় ছবিটা।

Must read

মেলবোর্ন, ৩০ মার্চ : এ যেন এক অন্যরকম এমসিজি! যেখানে ক্রিকেট নেই। আছে দমচাপা কষ্ট। মন খারাপ করা সন্ধ্যা। ভীষণ উজ্জ্বল শুধু শ্যেন কিথ ওয়ার্নের বড় ছবিটা। এই মাঠে টেস্টে ৭০০ উইকেট। আ্যাসেজে হ্যাটট্রিক। সব ফেলে এখন তিনি ছবিই। ঘরের মাঠে ছড়িয়ে থাকা অজস্র কীর্তির মাঝে হঠাৎ উধাও হয়েছেন ওয়ার্নি। সূদুর কো সামুই দ্বীপে। প্রিয় মাঠে পড়ে থাকল রাজার মুকুট, রাজাই শুধু নেই!

আরও পড়ুন-বিরাট এবার ছশোর বেশি রান করবে: এবি

কান্নায় ভেঙে পড়তে দেখা গেল ব্রুক ও সামারকে। ভাই জ্যাকসনেরও একই অবস্থা। তবু কষ্ট চেপে রেখেই অতিথি-অভ্যগতদের দেখাশোনা করলেন তিন ভাই-বোন। বাবাকে ভালবেসে এমসিজিতে হাজির হাজার পঞ্চাশেক লোক। দুনিয়ার তাবড় সেলিব্রিটিরা। দু’ঘন্টার মেমোরিয়াল সাভিস মেলবোর্নের বাইরেও দেখলেন প্রায় ৩০০ মিলিয়ন ওয়ার্ন-ভক্ত।
ওয়ার্নের জীবন-জুড়ে ছিল ‘পার্টি-বয় লাইফস্টাইল’। মেলবোর্নে তাঁর শেষ বিদায়ের অনুষ্ঠানও হল ‘গ্রেটেস্ট পার্টি এভার’গোছের। কে নেই তাতে! পাশাপাশি বসে থাকতে দেখা গেল মার্ক হাওয়ার্ড, অ্যালান বর্ডার, ইয়ান হিলি, মার্ক ও, মাইকেল ক্লার্ক, মাইকেল ভন, মার্ক টেলর, মার্ভ হিউজেস, ওয়াসিম আক্রম, নাসের হুসেন ও ব্রায়ান লারার মতো ক্রিকেটারদের। সরাসরি অথবা ভিডিও লিঙ্ক-এ হাজির থাকলেন কিংবদন্তি গায়ক এলটন জন, ক্রিস মার্টিন, রবি উইলিয়ামস, এড শিরানরা। দুই হলিউড তারকা রাসেল ক্রো এবং হিউ জ্যাকম্যানকেও অনুষ্ঠানে পাওয়া গেল ভিডিও লিঙ্ক-এর মাধ্যমে।

আরও পড়ুন-অভিশপ্ত মাঠে ফিরেই গোল পেলেন এরিকসেন

বুধবার এই অনুষ্ঠান শুরু হয়েছিল স্যার ডন ব্র্যাডম্যানের নাতনি গ্রেটার গাওয়া জাতীয় সঙ্গীত দিয়ে। এরপর বাবা কিথ বলতে উঠে জানিয়ে দিলেন, শ্যেনকে ছাড়া তাঁদের বাকি জীবন হয়ে উঠবে অসহনীয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটে অনেকেই ব্র্যাডম্যানের পর ওয়ার্নকেই বড় তারকা ধরতেন। সেই লোকের মাত্র ৫২-তেই চলে যাওয়া মেনে নিতে পারছেন না ভক্তরা। অনেকে ওয়ার্ন লেখা টি-শার্ট পড়ে এমসিজিতে এসেছিলেন। কারও শরীরে ওয়ার্ন লেখা ট্যাটু। এমসিজির সামনে ওয়ার্নের মূর্তির সামনে দাঁডিয়ে ছবি তুললেন ভক্তদের অনেকেই।

আরও পড়ুন-মেয়েদের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

মার্ক টেলরের নেতৃত্বে একসময় খেলেছেন ওয়ার্ন। তিনি বললেন, ‘‘লোকে ওয়ার্নির মধ্যে আলাদা কিছু খুঁজে পেয়েছিল। তাই আজ এত ভিড় হয়েছে“। বর্ডারের কথায়, ‘‘ওয়ার্ন ছিল জিনিয়াস“। গায়ক এলটন জন ওয়ার্নের খুব কাছের বন্ধু ছিলেন। তিনি নিজের ব্যান্ড নিয়ে আমেরিকা সফরের মধ্যেই ওয়ার্নের মৃত্যুর খবর পেয়ে তিন সন্তানকে উৎসর্গ করেন ‘ ডো’ন্ট লেট দ্য সান গো ডাউন উইথ মি’ গানকে। তিনি বললেন, ‘‘আজ খুব কষ্টের দিন। তবে ওয়ার্নের লেগাসি থেকে যাবে। ওয়ার্ন ক্রিকেট ও জীবনকে ভলবাসত। অস্ট্রেলিয়ার পপ আইকন কাইল মিনগ ভিডিও বার্তায় ওয়ার্নকে শ্রদ্ধা জানান। রিকি মার্টিন ওয়ার্নকে বলেছেন ‘ আমার কাছের বন্ধু’।

আরও পড়ুন-ডিগ্রি নেই, মা এখনও পিছনে পড়ে রাহুলের

স্টেডিয়ামের ৫০০ আসন রেখে দেওয়া হয়েছিল ভিআইপি অতিথিদের জন্য। প্রদানমন্ত্রী স্কট মরিসন তাঁর বাজেট অধিবেশন শেষ করে ক্যানবেরা থেকে উড়ে আসেন মেলবোর্নে। তাঁর মতো অনেকেই এদিন ক্রিকেট-বিহীন এমসিজিতে ছুটে এসেছিলেন ওয়ার্নির টানে।

 

Latest article