বিবেকানন্দের জন্মদিনে শোভাযাত্রা

বৈঠকে এ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা চৌধুরি, গৌতম চৌধুরি, সীতানাথ ঘোষ ও সদরের প্রতিটি ব্লকের যুব তৃণমূলের সভাপতিরা।

Must read

সংবাদদাতা, হাওড়া : আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাওড়া জেলা (সদর) যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ওই দিনটিকে ‘যুব দিবস’ হিসেবে পালন করতে হাওড়ায় একাধিক কর্মসূচি নিয়েছে জেলা (সদর) যুব তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের হাওড়া জেলা কার্যালয়ে সমবায়মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে একটি বৈঠক করেন সদরের সভাপতি কৈলাস মিশ্র।

আরও পড়ুন-বকখালির তটে সামুদ্রিক জীব রক্ষার প্রচার

বৈঠকে এ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা চৌধুরি, গৌতম চৌধুরি, সীতানাথ ঘোষ ও সদরের প্রতিটি ব্লকের যুব তৃণমূলের সভাপতিরা। বৈঠকে ঠিক হয়, ওইদিন সালকিয়ার পিলখানা থেকে বেলুড় মঠ পর্যন্ত হাওড়া সদর যুব তৃণমূলের উদ্যোগে স্বামীজির কাটআউট নিয়ে এক শোভাযাত্রা করা হবে। সেখানে স্বামীজির বাণী ও ভাবধারা তুলে ধরা হবে। ওই শোভাযাত্রায় সদরের প্রতিটি ব্লকের যুব তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। হাওড়া সদরের যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র জানান, ‘যুব দিবস উপলক্ষে ওইদিন শোভাযাত্রার পাশাপাশি প্রতিটি ব্লকে যুব তৃণমূল নেতৃত্ব নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করবে।’

Latest article