পুরভোট গণনা হবে বরোভিত্তিক

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বরো ১-এর আওতায় থাকা ওয়ার্ডগুলির ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

Must read

প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে কলকাতা পুরভোটের ১৪৪টি ওয়ার্ডের গণনা একই ছাদের তলায় হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু স্থান সংকুলান-সহ একাধিক সমস্যা সামনে আশায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বরোভিত্তিক ভোট গণনার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। কমিশন সূত্রের খবর, ১৬টি বরোর জন্য একটি করে গণনাকেন্দ্র তৈরি করা হচ্ছে। একটি বরোতে যতগুলো ওয়ার্ড রয়েছে সেগুলির ভোট গণনা হবে সংশ্লিষ্ট গণনাকেন্দ্রে।

আরও পড়ুন-ভােট হবে শান্তিতে বললেন নগরপাল

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বরো ১-এর আওতায় থাকা ওয়ার্ডগুলির ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একইরকমভাবে বরো ২- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রামানুজম ভবন বরো, ৩- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বরো, ৪- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।

বরো ৫- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, বরো ৬- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, বরো ৭- গীতাঞ্জলি স্টেডিয়াম, বরো ৮- ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ, বরো ৯- হেস্টিংস হাউস কম্পাউন্ড, বরো ১০- যোধপুর পার্ক বয়েজ স্কুল, বরো ১১- যোধপুর পার্ক গার্লস স্কুল, বরো ১২- গীতাঞ্জলি স্টেডিয়াম, বরো ১৩- বড়িশা হাইস্কুল, বরো ১৪- ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, বরো ১৫- নিবেদিতা গভর্নমেন্ট কলেজ, বরো ১৬- জোকা ব্রতচারী বিদ্যাশ্রমে গণনা হবে।

Latest article