সংবাদদাতা, বর্ধমান ও ঘাটাল : গোটা দেশের সঙ্গে শনিবার পূর্ব বর্ধমানেও পালিত হল জাতীয় ভোটার দিবস। পুরস্কৃত করা হল কয়েকজন ছাত্রছাত্রী-সহ ভোটার তালিকার সঙ্গে যুক্ত প্রশাসনিক কর্মীদেরও। জেলাশাসক আয়েষা রানি এ নতুন ভোটারদের নিজেদের স্বাধীনভাবে ভোট দেওয়ার আবেদন জানান। জেলাশাসক জানান, এখনও পর্যন্ত জেলায় মোট ভোটার ৪১ লক্ষ ৬২ হাজার ২২৩। এর মধ্যে মহিলা ২০ লক্ষ ৫৯ হাজার ৮৮৩, পুরুষ ২১ লক্ষ ২ হাজার ২৮২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৭৮ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ৩ হাজার ৮৬৫।
আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতার সম্ভাবনা রুখতে প্রস্তুত পুলিশ-প্রশাসন
জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া ইত্যাদি কারণে ৪৪ হাজার ৬৬ জনের নাম বাতিল করা হয়েছে। সংক্ষিপ্ত সংশোধনীর মাধ্যমে ৭ হাজার ৪৯৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। জেলাশাসক ভোটার দিবস উপলক্ষে একটি ট্যাবলোর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অমিয় দাস, প্রতীক সিং, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল-সহ মহকুমা শাসকরাও। জাতীয় ভোটার দিবসে শনিবার পশ্চিম মেদিনীপুরের তিন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সেরার পুরস্কার দিল জেলা প্রশাসন। ঘাটালের সুমন বিশ্বাস, দাসপুর বিধানসভার অতনু দাস এবং দাঁতন বিধানসভার বিরাজকৃষ্ণ পাল সেরা নির্বাচনী নথি আধিকারিকের পুরস্কার পেলেন। তিন বিডিও খড়্গপুর ১-এর সৌমেন দাস, শালবনির রোমান মণ্ডল, ডেবরার প্রিয়ব্রত রাঢ়ী পেলেন সেরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের সম্মান। এছাড়াও প্রতিটি ব্লকের একজন করে বিএলও-কে পুরস্কার-সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হল।