হাইভোল্টেজ ভবানীপুরে ভিভিআইপিদের ভোটদান

Must read

নামেই উপনির্বাচন কিন্তু আসলে দেশজুড়ে হাইভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ভবানীপুর। আঁটোসাঁটো নিরাপত্তায় ভোটগ্রহণ হয়েছে দিনভর। প্রতিবারই মতো এবার বিকেলে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটে বারো নাগাদ মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। বেলা তিনটের পর বাড়ি থেকে বেরোন তিনি। তারপর গাড়িতে মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন। ৪ মিনিটের মধ্যেই ভোট দিয়ে বাড়ি ফেরেন তিনি।

বিকেল চারটে কুড়ি নাগাদ মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে উপস্থিত ভোটারদের দিকে হাত জোড় করে সৌজন্য বিনিময় করেন অভিষেক। বলেন, ভোট ভালো হচ্ছে।

আরও পড়ুন-বিজেপি প্রার্থী আমায় ভালোবাসে, তাই অভিযোগ করে”! প্রিয়াঙ্কাকে কটাক্ষ করলেন মদন মিত্র

চেতলা বালিকা বিদ্যালয়ে পরিবারের সকলকে নিয়ে ভোট দেন ফিরহাদ হাকিম। স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে ভোট দেন তিনি।

তবে সকাল সকাল ভোট দিয়ে যান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। পুত্রকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি।

সকালে থেকে ভোটদানের হার কম থাকলেও, বেলা বাড়তেই ভবানীপুরে যথেষ্ট পরিমাণ ভোটদান হয়।

Latest article