শনিবার ইডেনে (Eden Gardens) মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কিন্তু তার আগেই শিরোনামে ইডেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইডেনের একটি দেওয়াল। কিন্তু সমস্যা হল দু’দিন পর বিশ্বকাপের ম্যাচ। ইডেনের বিশ্বকাপ নিয়ে এমনিতেই যথেষ্ট অসন্তোষ রয়েছে। সদস্যদের একাংশের জন্য বিশ্বকাপের টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। কিন্তু কনফার্ম টিকিট অনেকেই পায়নি। এই বিষয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছেন সদস্যরা।
আরও পড়ুন-ফাঁসির সাজা কাতারে ভারতীয় নৌসেনার ৮ প্রাক্তন কর্মীর, বিস্তারিত রায়ের অপেক্ষায় ভারত
এই সমস্যার মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ল ইডেন। আজ, দুপুর নাগাদ ক্রেনের ধাক্কায় ইডেনের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ভেঙে পড়ে । জানা গিয়েছে, ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ইডেনের দেওয়ালে ধাক্কা মারে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। সিএবির কর্তারা এই নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন। ওই গেট দিয়েই দর্শকদের বিশ্বকাপ দেখতে ঢোকার কথা। জরুরি ভিত্তিতে দেওয়াল সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা মিটবে সেটা এখনও বলতে পারছেন না কর্মকর্তারা।
আরও পড়ুন-‘আইপিসি বদলের নামে আরও ভয়ঙ্কর আইন আনার চেষ্টা করছে মোদি সরকার’ অভিযোগ মমতার
প্রসঙ্গত, উৎসবের মরসুমে পর পর পাঁচটা ম্যাচ দেখা যাবে ইডেনে। বাংলাদেশ ও পাকিস্তান দুটো করে ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত খেলবে । ৫ নভেম্বরের ওই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ থাকবে। সব মিলিয়ে বিশ্বকাপের দেওয়াল ভেঙে পড়ায় কিছুটা হলেও ছন্দ কাটল, তা নিয়ে সন্দেহ নেই।