কলম্বো, ১১ সেপ্টেম্বর : গ্রুপ পর্বের ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। যদিও সোমবার প্রেমদাসা স্টেডিয়াম সাক্ষী রইল কিং কোহলির ব্যাটিং তাণ্ডবের। রবিবার ৮ রানে অপরাজিত ছিলেন। এদিনও শুরুটা করেছিলেন সতর্কতার সঙ্গে। কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরেই খোলস ছেড়ে বেরিয়ে এলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৯৪ বলে ১২২ রান করে নট আউট থেকে গেলেন। কে এল রাহুলের সঙ্গে অসমাপ্ত তৃতীয় উইকেটের জুটিতে যোগ করলেন ২৩৩ রান। যা পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির নতুন রেকর্ড।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আসছে রাজ্যের সাফল্য, ৩ মাসে বিদেশি বিনিয়োগ ৪৩৮ কোটি
স্বাভাবিক ভাবেই ম্যাচেরও সেরা বিরাট। আর পুরস্কার নিতে এসে কিং কোহলির অকপট স্বীকারোক্তি, আমি সব সময় দলকে সাহায্য করার জন্য তৈরি থাকি। আজকের ইনিংস শুরুটা ভাল না হলেও কীভাবে লেগে থাকতে হয়, তার আদর্শ উদাহরণ। রাহুল আমার থেকে শুরুটা ভাল করেছিল। তাই ওকে বেশি স্ট্রাইক দিতে চেয়েছি। আমি পরে ড্রেসিংরুমে হার্দিককে বলছিলাম, কখন যে চল্লিশের কোঠায় পৌঁছে গিয়েছি বুঝতেই পারিনি।
আরও পড়ুন-চেন্নাই কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, আমি তো ‘বলির পাঁঠা’, বললেন ক্ষুব্ধ রহমান
বিরাট আরও যোগ করেছেন, ফিটনেসকে বরাবরই বাড়তি গুরুত্ব দিয়েছি। তাই উইকেটের মধ্যে দৌড়াতে কোনও সমস্যা হয় না। রাহুলের সঙ্গে জুটিটা দারুণ উপভোগ করেছি। চোট সরিয়ে দলে ফিরেই রাহুল অসাধারণ ব্যাটিং করল। এদিকে, মঙ্গলবার ফের মাঠে নামছে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিরাট বলছেন, এমন অভিজ্ঞতা ১৫ বছরের ক্রিকেট জীবনে প্রথমবার হতে চলেছে। তবে টেস্ট খেলার সময়ও টানা পাঁচদিন মাঠে কাটাতে হয়।