ডিআরএসে স্বচ্ছতা চাইছেন ওয়ার্নার

টানা দু’ম্যাচ হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু সেই ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন ওয়ার্নার।

Must read

বেঙ্গালুরু, ১৮ অক্টোবর : বিশ্বকাপে এবার ডিআরএস-বিতর্ক! শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ অস্ট্রেলিয়ার। তার আগেই ডিআরএস নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ডেভিড ওয়ার্নার।
টানা দু’ম্যাচ হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু সেই ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন ওয়ার্নার। ফিল্ড আম্পায়ার তাঁকে এলবিডব্লিউ আউট দেওয়ার পর বাঁ হাতি অস্ট্রেলীয় ওপেনার ডিআরএস নেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদল হয়নি। মাঠেই ক্ষোভে ফেটে পড়েন ওয়ার্নার। তাঁকে আম্পায়ারদের সঙ্গে তর্ক করতেও দেখা গিয়েছিল।

আরও পড়ুন-বিশ্বকাপে ছোট-বড় বলে কিছু হয় না, দাবি বিরাটের

এই প্রসঙ্গে ওয়ার্নারের বক্তব্য, যে সংস্থা এই প্রযুক্তি আবিষ্কার করেছে, আমার অনুরোধ তারা বুঝিয়ে বলুক এটা কীভাবে কাজ করে। আমরা যা দেখি, সেটা টিভিতে। যদি ওরা এসে গোটা বিষয় বুঝিয়ে দিত, তাহলে বিষয়টা আরও স্বচ্ছ হত। আমরাও বুঝতে পারতাম সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা উচিত কিনা। তিনি আরও বলেন, ইংল্যান্ডে বল সাধারণত বাউন্স করে, তারপর সুইং করে। শুধু সিমে ভর করে সোজাসুজি যায় না। যে কোনও মুহূর্তে বলে দিক বদল হতে পারে। সাদা চোখে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু ভারতীয় পিচে তো বল অতটা সুইং সাধারণত করে না। ওয়ার্নারের বক্তব্য, সেদিন ফিল্ড আম্পায়াররা বলেছিলেন, বল সুইং করে ভিতরে ঢুকছে। তাই আমাকে আউট দিয়েছেন। কিন্তু রিপ্লে দেখে আমি হতাশ হয়েছিলাম।

Latest article