জলসংকট মিটল ২ গ্রামের

পিছিয়ে পড়া এই উপজাতির মানুষদের সুবিধার জন্য এই দুই গ্রামে পানীয় জলের ব্যবস্থা করতে দুটি সাবমার্সিবল পাম্প লাগানো হয়।

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : তীব্র গরমে জলকষ্ট মিটল লালগড়ের দুই গ্রামের শতাধিক লোধা-শবর পরিবারের। করমশোল ও রাঙামেটা দুটি গ্রামেই আদিম উপজাতি লোধা-শবর সম্প্রদায়ের মানুষের বাস। করমশোলে বাস করে ১০০ লোধা-শবর পরিবার। রাঙামেটাতে বাস করে ১৮টি পরিবার। পিছিয়ে পড়া এই উপজাতির মানুষদের সুবিধার জন্য এই দুই গ্রামে পানীয় জলের ব্যবস্থা করতে দুটি সাবমার্সিবল পাম্প লাগানো হয়।

আরও পড়ুন-রাজ্যে প্রথম স্ট্রবেরি চাষ

কিন্তু প্রায়‌ আড়াই বছর আগে মেরামতির জন্য পাম্প দুটিই ঠিকাদার তুলে নিয়ে যায়। দীর্ঘ দিন হয়ে গেলেও মেরামত করে পাম্প দুটি ফের না লাগানোর ফলে গ্রামবাসীরা জলের সমস্যায় পড়তেন। প্রায় ১ কিমি দূর থেকে কুয়োর জল আনতে হত তাঁদের। সেখানেও ঘটে বিপত্তি। মাত্র দুটি কুয়োর মধ্যে একটি শুকিয়ে গেছে। এই গরমে অতিরিক্ত জল তোলার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অপরটির জল ঘোলা হয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। গরমে গ্রাম দুটিতে দেখা দেয় তীব্র জলসংকট। প্রাণ বাঁচাতে দুই গ্রামের বাসিন্দাদের পরিত্যক্ত কুয়োর নোংরা জলই পান করতে হচ্ছিল। শেষ পর্যন্ত তাঁরা বিস্তারিত জানান লালগড়ের বিডিওকে। শুরু হয় প্রশাসনিক তৎপরতা। মঙ্গল ও বুধবার পাম্প দুটির মেরামত কাজ সারা হয়। বুধবার শুরু হয় জল দেওয়া।

Latest article