সৈকতশহর দিঘায় গড়ে উঠবে ওয়াটার পার্ক

0
144

সংবাদদাতা, দিঘা : সৈকতশহর দিঘায় অ্যাকোয়াটিকার মতো ওয়াটার পার্ক (Water Park- Digha) তৈরি হতে চলেছে। প্রাথমিক প্রস্তুতি শেষ। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ নিউ দিঘায় জায়গা চিহ্নিত করে রূপরেখা রাজ্যের কাছে পাঠিয়েছে। অনুমোদন মিললেই কাজ শুরু হবে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, অ্যাকোয়াটিকার মতো এই ওয়াটার পার্কে (Water Park- Digha) ফ্যামিলি পুল, ওয়েভ পুল-সহ সমস্তরকম ওয়াটার রাইডস রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য এক থেকে দেড় একর জায়গা প্রয়োজন। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানসকুমার মণ্ডল বলেন, “রাজ্য অনুমোদন দিলেও কাজ শুরু হবে। এখন সবটাই প্রাথমিক স্তরে।” দিঘা সুন্দরতর হয়ে ওঠায় সারা বছরই ভিড় জমান পর্যটকেরা। শনি ও রবিবার ছাড়া অন্য ছুটির দিনেও পা ফেলার জায়গা থাকে না। সমুদ্রস্নানের পাশাপাশি আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দু-তিনদিন কাটান পর্যটকেরা। দিঘাকে আরও আকর্ষণীয় করে তুলতে হচ্ছে চিড়িয়াখানা, আন্ডার ওয়াটার পার্ক, জগন্নাথ মন্দির, কাশ্মীরের ডাল লেকের আদলে বোটিং এবং ওয়াটার পার্ক। চিড়িয়াখানার খসড়া পরিকল্পনা গিয়েছে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও। সেখানকার চূড়ান্ত অনুমোদন মিললে দেখা মিলবে হরিণ, কুমির, শিকারি বিড়াল, কচ্ছপ ইত্যাদির। চিড়িয়াখানার জায়গাও দেখেছেন বন আধিকারিকরা। মিনি এই চিড়িয়াখানার জন্য প্রায় ২৩ একর জায়গা বরাদ্দ হয়েছে।

আরও পড়ুন-বাংলার যুক্তিতে কুপোকাত কেন্দ্রের ১০০ দিনের বকেয়া টাকার প্রতিশ্রুতি