আজ ২৬ জানুয়ারি। দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪তম সাধারণতন্ত্র দিবস (Republic Day)। প্রতি বছরের মত এবারও কলকাতার রেড রোডে শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল (Governor CV Ananda Bose) সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।
আরও পড়ুন-যৌনকর্মীদের ভোটাধিকার নিশ্চিত করছে প্রশাসন
অন্যান্য বারের মত কলকাতার রেড রোডের এই কুচকাওয়াজে অংশ নিচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ, আধা সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও এবারই প্রথম অংশ নিচ্ছে কুচকাওয়াজে (Republic Day Parade)। থাকবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো। সামরিক কুচকাওয়াজ শেষে স্কুল-কলেজের পড়ুয়ারা অভিবাদন জানাবে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে। রেড রোডের দু’ধারে দর্শকাসন এখন কানায় কানায় পূর্ণ। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সেনার অভিবাদন গ্রহণ করছেন। পাশাপাশি দিল্লিতেও কর্তব্যপথে চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এবার সেখানে প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল সিসি। কুচকাওয়াজে অংশ নিচ্ছে সে দেশের একটি সেনাদলও।