৫ খুন! তবু প্রকাশ্যে বিজেপি নেতা!

Must read

কে এই জ্ঞানদেব আহুজা (Gyan Dev Ahuja) : ২০১৩ সালে রাজস্থানের রামগড় থেকে বিধায়ক হন। ২০১৮-তে টিকিট পাননি। দল ছাড়ার হুমকি দিলে রাজ্য সহ-সভাপতির পদ দেওয়া হয়।
কী বলেছিলেন : রাজস্থানের গোবিন্দগড়ে ৪৫ বছরের চিরঞ্জিলাল সাইনিকে সম্প্রতিকে ট্রাক্টর চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়। জ্ঞানদেব সেই বিষয় নিয়ে কথা বলতেই গোবিন্দগড় যান। সহকর্মীরা আন্দোলনের কথা বললে, তিনি সকলকে থামিয়ে বলেন, লাওয়ান্ডি হোক বা বেহরুর— আমরা এখনও পর্যন্ত ৫ জনকে পিটিয়ে মেরেছি। কিন্তু এই প্রথম ওরা আমাদের কাউকে পিটিয়ে মেরে দিল। আমি আমার লোকেদের বলে দিয়েছি খুন করে ফেলতে। তারপর জামিনের ব্যবস্থাও করব। বেকসুর খালাস করিয়েও আনব।

আরও পড়ুন: নন্দীগ্রামের ভোটে ধূলিসাৎ বিজেপি

সম্প্রতি দুই খুন : অলওয়ারে দুটি পিটিয়ে খুনের ঘটনা ঘটে। ২০১৭-তে পেহলু খানকে পিটিয়ে মারা হয়। ২০১৮-তে রামগড়ে রকবর খানকে পিটিয়ে খুন করা হয়।
তৃণমূল বলল : এটাই কি আমাদের ভারতবর্ষ? যার স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। মোদির ভারতবর্ষে পিটিয়ে খুন করা শুধু সাহসিকতার নয়, সম্মানের। উৎসব করা হয়। এখনই যদি বিজেপি আর তার খুনি কর্মীদের শাস্তি না দেওয়া হয় তাহলে সম্প্রীতির ভারতবর্ষ আগামিদিনে আর থাকবে না। সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, বিজেপি যে খুনির পার্টি, দাঙ্গাবাজদের পার্টি, সেই মুখোশ খুলে যাচ্ছে। বাংলার শ্রমিককে কুপিয়ে, জ্বালিয়ে দেওয়ার ঘটনা চলছেই।
কে শাস্তি দেবে : প্রকাশ্যে প্রাক্তন বিধায়ক (Gyan Dev Ahuja) বলছেন, খুন করেছি। তারপরেও নির্লজ্জ বিজেপি কোনও পদক্ষেপ করেনি। করবেই বা কেন? দলের নেতা, যিনি দেশের প্রধানমন্ত্রী, গুজরাত দাঙ্গার আগুন আর খুনের রক্ত তাঁর হাতে।

Latest article