দুর্গাপুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘোষণা

এই মিছিলে অংশ নেওয়ার জন্য প্রায় ১০হাজার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ দুপুর ২ টোয় মিছিল শুরু হবে জোড়াসাঁকো থেকে

Must read

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে এখন পুজোর প্রস্তুতি । প্রশাসনিক তরফেও এর মধ্যেই তৎপরতা শুরু হয়েছে । এই আবহে আজ, সোমবার রাজ্যের সব পুজো কমিটিকে নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবারের বৈঠক শুধুমাত্র কলকাতা পুজো কমিটিগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভার্চুয়ালি উপস্থিত ছিল জেলা পুজো কমিটিগুলিও । কলকাতা পুলিশের শীর্ষ কর্তা ও জেলাশাসক স্তরের আধিকারিকেরাও উপস্থিত ছিল এই বৈঠকে ।

আরও পড়ুন-৫ খুন! তবু প্রকাশ্যে বিজেপি নেতা!

এবছর ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা। এবারের বৈঠকে মূলত নজর ছিল মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান ঘোষণার দিকে । গত কয়েক বছর ধরে কলকাতা-সহ জেলার পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার । এবার সেই আর্থিক সাহায্য বেড়ে দাঁড়াল ৬০ হাজার টাকা । এছাড়া বিদ্যুতের বিলে এবার থাকছে ৬০ শতাংশ ছাড়। উৎসবের মরশুম সামাল দিতে পুলিশ প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কেমন হবে পুজো, কবে হবে কার্নিভাল, তার রোডম্যাপ তৈরি দেওয়ার পাশাপাশি পুজো উদ্যোগতাদের মুখেও হাসি ফোটান মুখ্যমন্ত্রী। ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। রাজ্যের তহবিলের অবস্থা খারাপ। তার মধ্যেও কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া হবে।” এরপরই ঘোষণা করেন, “গতবার ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল এবার তা বাড়িয়ে ৬০ হাজার টাকা করেছি আমরা।” পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলির আছে তিনি আবেদন জানান, “গতবার বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ছাড় ছিল এবার সেটা যেন বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়।” একইসঙ্গে জানান, পুজো মণ্ডপগুলির দমকলের খরচ, কর, বিজ্ঞাপন কর লাগে না। এবারও সেই ধারা বজায় থাকছে। আগের মতোই পুজোর আবেদন করা যাবে অনলাইনে।

আরও পড়ুন-১ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা, আজ পুজোর মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী জানান ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে রাজপথে দুর্গাপূজার কাঠামো নিয়ে মিছিল হবে ১লা সেপ্টেম্বর (Durga Puja) ৷ এই মিছিলে অংশ নেওয়ার জন্য প্রায় ১০হাজার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ দুপুর ২ টোয় মিছিল শুরু হবে জোড়াসাঁকো থেকে ৷ একইসঙ্গে জানান, “২৫ সেপ্টেম্বর মহালয়া, ওইদিন থেকে পুজো শুরু হবে। বিসর্জনের দিন ঠিক করা হয়েছে ৫,৬,৭ এবং ৮ অক্টোবর। সমস্ত জেলায় পুজো কার্নিভ্যাল হবে ৭ অক্টোবর এবং কলকাতায় পুজো কার্নিভ্যাল হবে ৮ অক্টোবর। উল্লেখ্য, রাজ্যে মোট ৪০ হাজার ৯২টি পুজো হয়। এর মধ্যে দু’হাজারের বেশি পুজো মহিলা পরিচালিত। কলকাতা পুলিশের আওতাধীন রয়েছে ২৭ হাজার পুজো মণ্ডপ।

Latest article