বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ‘শাশ্বত সাংস্কৃতিক ঐতিহ্য’র তালিকায় জায়গা করে নিয়েছে। তাই ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আগামিকাল শহরজুড়ে মিছিল করতে চলেছে রাজ্য সরকার। এ’কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ সেপ্টেম্বর কলকাতা যোগ দেবে মহামিছিলে আর সেই দিন থেকেই কলকাতায় ও জেলায়-জেলায়ও পুজোর ঘণ্টা বেজে উঠবে বলা যায়।
আরও পড়ুন-বেতন বাড়ছে, বেশি বয়স পর্যন্ত কনস্টেবল হওয়ার সুযোগ, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আগামিকাল আমাদের মিছিল হচ্ছে। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো ‘শাশ্বত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করেছে। সবাইকে এই মিছিলে অংশ নিতে আহ্বান জানাই। এ’বছর আমাদের দুর্গাপুজো ১ মাস আগেই শুরু হয়ে যাবে।”
আরও পড়ুন-ধৈর্য ধরুন, ইস্টবেঙ্গলে এসে বার্তা বাইচুংয়ের
মুখ্যমন্ত্রী আরও বলেন , ” আমরা আগামিকাল গর্বের সঙ্গে মিছিল করব, ক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়ে মিছিল করব। সবাইকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো সম্ভব হয় না, তাই রাগ করবেন না। বেলা ২ টো থেকে শুরু হয়ে ৭ টা ওয়ার্ড ঘুরে মিছিল আসবে। যারা পায়ে হাঁটতে পারবে না, তাঁদের জন্য চেয়ার থাকবে। সব বণিক সভাকে ডাকছি। দল-মত নির্বিশেষে সবাই আসবেন। আগামিকাল পুলিশ দিবস-ও। wbps-দের একটা কমিটি তৈরি করে দিয়েছি। নিচু তলার জন্য একটা ওয়েলফেয়ার কমিটি করেছিলাম। পুলিশ দিবস উপলক্ষে ওরা আমাকে স্মারক লিপি দিয়েছিল। ওদের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সরকার উপরতলা ও নিচুতলার মধ্য কোনও তারতম্য না দেখে সবার জন্য কাজ করে।”
আরও পড়ুন-সুপার ফোরে আফগানিস্তান
গত ২২ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং সেদিনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ইউনেস্কো-র আন্তর্জাতিক স্বীকৃতকে ধন্যবাদ জানাতে ১ সেপ্টেম্বর শহরজুড়ে বিশাল মিছিল হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ” ওই দিন বেলা ২টোর সময় থেকে মিছিল শুরু হবে জোড়াসাঁকো থেকে।ঠাকুরবাড়ির সামনে মিছিলের জন্য় সাধারণ মানুষ, পুজো উদ্য়োক্তা, পড়ুয়া থেকে সাধারণ মানুষ জড়ো হবেন। মিছিল যাবে রানি রাসমনী রোড পর্যন্ত। এই মিছিলে অংশ নেবেন হাওড়া, সল্টলেক ও কলকাতার মানুষেরা।”
আরও পড়ুন-গনেশ চতুর্থী উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
মমতার বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ” মিছিলটি ঐতিহাসিক মিছিল হিসাবে গণ্য করতে হবে। এ’বারের মিছিল অনেক রঙিন করতে হবে। যাতে রং থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। সবাই রঙ রাখবেন, রঙিন ছাতা, রঙিন জামাকাপড় পরে আসবেন।” কলকাতায় পুজোর কার্নিভাল হবে লক্ষ্মীপুজোর আগের দিন ৯ অক্টোবর। আগের দিন অর্থাৎ ৮ অক্টোবর এই প্রথমবার জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল। দুর্গাপ্রতিমার বিসর্জনও এ বার তিন দিন ধরে চলবে।’