বেতন বাড়ছে, বেশি বয়স পর্যন্ত কনস্টেবল হওয়ার সুযোগ, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে আর সেই উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের জন্য বেশ কিছু ঘোষণা করলেন।

Must read

পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে (police day) আর সেই উপলক্ষে আজ গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের জন্য বেশ কিছু ঘোষণা করলেন। এদিন তিনি জানান পুলিশ কনস্টেবল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ২৭ থেকে ৩০ বছর করা হল।

আরও পড়ুন-১০ শয্যা থাকলেই স্বাস্থ্যসাথী নইলে বাতিল হবে রেজিস্ট্রেশন

পুলিশের SI, ASI এবং কনস্টেবলরা এতদিন ইউনিফর্মের কিট পেতেন। পরের আর্থিক বছর থেকে ইউনিফর্ম ভাতা পাবেন। ইন্সপেক্টর পাবেন ১০ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন সাড়ে ৭ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৬ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৫ হাজার টাকা। এবছর কিট পেয়েছেন তাই পোশাক রক্ষণাবেক্ষণের দরুন কিছু টাকা দেওয়া হবে। ইন্সপেক্টর পাবেন সাড়ে ৪ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন ৪ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৩ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৩ হাজার টাকা।

আরও পড়ুন-ধৈর্য ধরুন, ইস্টবেঙ্গলে এসে বার্তা বাইচুংয়ের

কনস্টেবল পদে নিয়োগে সময়সীমা বাড়ল।কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক চালকদের বেতন বেড়ে ১৩,৫০০ টাকা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে তা হচ্ছে ১৫,০০০ টাকা। এছাড়া পুলিশ, সিভিল ডিফেন্স, সিভিক ভলান্টিয়াররা পদোন্নতির জন্য ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারতেন। তা বাড়িয়ে ৩৫ বছর করা হল।

কনস্টেবলদের নিয়োগের বয়সসীমা বাড়ানো হল । মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ‘এতদিন পর্যন্ত কনস্টেবল পদের জন্য ২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যেত। তবে এবার থেকে ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কনস্টেবল পদে যোগ দিতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। যদি চাকরিরত অবস্থায় কোনও পুলিশকর্মী মারা যান সেক্ষেত্রে তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। যাঁকে চাকরি দেওয়া হচ্ছে তাঁর শারীরির সক্ষমতা, যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে।’

আরও পড়ুন-চা-বলয়ে অভিষেকের সভা ঘিরে উন্মাদনা

এছাড়াও কনস্টেবল, সিভিল ডিফেন্স, সিভিক পুলিশ, গ্রামীণ পুলিশদের জন্যও বয়সের ছাড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা প্রমোশনের জন্য ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারতো। সেটা বাড়িয়ে ৩৫ করা হল। সাব ইনসপেক্টর, ইনসপেক্টর- যাঁদের প্রমোশন আটকে আছে, তাঁদের প্রোমোশন দেওয়া হবে। কলকাতা থেকে জেলা সব জায়গাতেই এই প্রোমোশনের নিয়ম এক থাকবে।

মুথ্যমন্ত্রী আরও জানান, যে সব  পুলিশকর্মীর চাকরি ১৫ বছরের বেশি হয়ে গেছে তাঁদের নিজের জেলায় চাকরি করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ নিজের জেলাতেই তারা নিয়ে পোস্টিং থাকতে পারবেন।

আরও পড়ুন-বাড়ির পরিচারিকাকে হেনস্থা করার অভিযোগে বিজেপি নেতাকে সাসপেন্ড

এদিন তিনি আরও বলেন, ‘চুক্তিভিত্তিক গাড়ি চালক, কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল গাড়ি চালকদের বেতনের মধ্য়ে বৈষম্য ছিল। এর আগে কলকাতা পুলিশ ড্রাইভার পেত ১১,৫০০ ও রাজ্য পুলিশের ড্রাইভার পেত ১৩,৫০০। কলকাতা পুলিশ ১৩, ৫০০ ও রাজ্য পুলিশ ১৫ হাজার করে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর৷ পাশাপাশি, যাঁরা চুক্তিভিত্তিক ড্রাইভারের কাজ করেন তাঁরা আগামী দিনে পরীক্ষায় বসলে কিছু সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷’

এছাড়া এদিন তিনি ইউনেস্কোর সহযোগীদের নিয়ে দূর্গা পুজোর প্রারম্ভে মিছিল প্রসঙ্গে বলেন, ‘জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত ধন্যবাদ মিছিল হবে। সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে মিছিল যাবে।’

Latest article