বামেদের মিথ্যা প্রতিশ্রতি বক্রেশ্বরে মানুষের ক্ষোভ

বাম জমানায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে এলাকার জমিদাতাদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু তা ছিল কথার কথা।

Must read

সংবাদদাতা, সিউড়ি : বাম জমানায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে এলাকার জমিদাতাদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু তা ছিল কথার কথা। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জমিদাতারা সেই ঠুনকো প্রতিশ্রুতির কথা হাড়ে হাড়ে টের পেয়েছেন। এলাকার দুশোটি পরিবার জমি দিয়েও প্রতিশ্রুতি মোতাবেক চাকরি পাননি এমনটাই অভিযোগ। এখন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীদের দেউচা-পাঁচামি নিয়ে আন্দোলন করতে দেখা গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগে প্যাকেজ এবং চাকরি দিয়েছেন।

আরও পড়ুন-‘আমরা আগামিকাল গর্বের সঙ্গে মিছিল করব’ দুর্গাপুজোর আগে মিছিল নিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তারপর শিল্প শুরু করছেন। কিন্তু দশকের পর দশক পেরিয়ে গেল, বামফ্রন্টের প্রতিশ্রুত চাকরির দেখা নেই। জানা গিয়েছে সেই সময়কার আন্দোলনকারীদের অনেকেই মারা গিয়েছেন। বাম সরকারের প্রতিশ্রুতি মোতাবেক ১৮৩ জনের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। ১৯৯৯-২০০০ সালে তিনটি ইউনিট চালু হয়। কিন্তু একজনের চাকরি হয়নি। দেউচা-পাঁচামি প্যাকেজ ও চাকরির কথা প্রকাশ্যে আসতেই, বাম জমানার পুরনো আন্দোলন ফের সামনে আসতে চলেছে। এলাকার জমিদাতারা অনেকেই ফের সরব হয়েছেন বাম জমানার মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে।

Latest article