নজরে পঞ্চায়েত ভোট, নয়া মহিলা কমিটি তৃণমূলের

আগামী সপ্তাহেই ডাকা হচ্ছে কমিটির বিশেষ বৈঠক। বিরোধীদের জবাব দিতে হাতিয়ার হবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্প।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : লক্ষ্য রাজ্যের মহিলা ভোট। এটা মাথায় রেখে তৃণমূল কংগ্রেস গঠন করল দলের নয়া মহিলা সাংগঠনিক কমিটি। পঞ্চায়েতের আগেই রাজ্যের মহিলাদের জোটবদ্ধ করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চায় তৃণমূল কংগ্রেস। তাই তৈরি করা হল নয়া এই কমিটি। সেই সঙ্গে জেলা কমিটিতেও আনা হল একাধিক বদল। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের মতো ইস্যু নিয়ে ঘরে ঘরে যাবে নতুন কমিটি। জনসংযোগ শুরু করবেন মহিলা কমিটির সদস্যরা।

আরও পড়ুন-বামেদের মিথ্যা প্রতিশ্রতি বক্রেশ্বরে মানুষের ক্ষোভ

আগামী সপ্তাহেই ডাকা হচ্ছে কমিটির বিশেষ বৈঠক। বিরোধীদের জবাব দিতে হাতিয়ার হবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্প। এদিন জঙ্গিপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হালিমা বিবি বলেন, ‘মহিলাদের জন্যে একাধিক প্রকল্প এনে তাঁদের মর্যাদা দেওয়ার কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরে ৫০% আসন সংরক্ষণ করা হয়েছে মহিলাদের জন্য। এর ফলে রাজনৈতিক সম্মান পেয়েছেন মেয়েরা৷ তাঁদের সামাজিক সম্মানের জন্যে ২০১৬ সালে স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়। এরকম স্কিম কোথাও নেওয়া হয়নি।

আরও পড়ুন-‘আমরা আগামিকাল গর্বের সঙ্গে মিছিল করব’ দুর্গাপুজোর আগে মিছিল নিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

অর্থনৈতিকভাবে মহিলাদের স্বাবলম্বী করতে ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়। সামাজিক পরিকল্পনা গ্রহণ করতে কেন্দ্র যখন ব্যর্থ তখন রাজ্য সেটা করে দেখিয়ে দিয়েছে৷ মেয়েরাও আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা দেখিয়েছেন।’ তাঁর মতে, সরকার গঠনের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অস্বীকার করা যায় না। আমাদের মহিলা সংগঠন শক্তিশালী। লক্ষ লক্ষ মহিলা এর সঙ্গে যুক্ত। ২৩টি প্রশাসনিক জেলায় আমাদের সঙ্গে এই মহিলা সংগঠন যুক্ত।

Latest article