প্রতিবেদন : কালীপুজো ও দীপাবলির সময় সুপার সাইক্লোনের আছড়ে পড়া নিয়ে সামাজিক মাধ্যমে চলা প্রচার অমূলক বলে জানাল মৌসম ভবন। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের মহানির্দেশক সাইক্লোন ম্যান হিসাবে খ্যাত ড. মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২০ তারিখ নাগাদ এটি নিম্নচাপের রূপ নিতে পারে।
আরও পড়ুন-জেলায় জেলায় বিদ্রোহ, ভাঙছে ফরওয়ার্ড ব্লক
কালীপুজোর আগে এর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তা ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোনের রূপ নেবে কি না তা এখনই বলা সম্ভব নয়। তবে সুপার সাইক্লোন হওয়ার আশঙ্কা খুবই কম বলে ড. মহাপাত্র জানিয়েছেন। তার অভিমুখ কোন দিকে হবে তাও এখনও স্পষ্ট নয় বলে তিনি জানান। ড. মহাপাত্র বলেন, এ দেশে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার যে প্রযুক্তি রয়েছে তা অন্য কোনও দেশের থেকে কোনও অংশে কম নয়। কোনও প্রযুক্তিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পাঁচদিনের আগে তার সম্পর্কে যথাযথ পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। সে কারণে অসমর্থিত সূত্রের প্রচারে প্রভাবিত না হয়ে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসের ওপর নজর রাখতে তিনি অনুরোধ জানিয়েছেন।