অনুপম সাহা, কোচবিহার: এক সময়ের রাজনগর কোচবিহার শহরে ঢোকার মুখে এ বার সবাইকে স্বাগত জানাবে গ্র্যান্ড হেরিটেজ ওয়েলকাম গেট। গত বছর থেকেই শুরু হয়েছে কাজ। এবার তোরণের কাজ শেষের মুখে। সকলকে স্বাগত জানাতে কোচবিহার শহরে ঢোকার মুখে খাগড়াবাড়ি চৌপথী এলাকায় তৈরি হচ্ছে ওয়েলকাম গেট। এই গেট তৈরিতে রাজ্য সরকার ১ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে। জোরকদমে চলছে গেট তৈরির কাজ। গত বছর অক্টোবর মাসে এই গেটের কাজ শুরু হয়েছিল।
আরও পড়ুন-জমায়েত করেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, নবজোয়ার প্রস্তুতি বৈঠকে মানস
রাজ্য হেরিটেজ কমিশনের সম্মতিক্রমে কোচবিহারের রাজ-ঐতিহ্য বজায় রেখে এই গেটের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দাশগুপ্ত বলেন, “এই ওয়েলকাম গেটের এখনও বেশকিছু কাজ বাকি রয়েছে। কাজ সম্পন্ন হলে সকলের কাছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আজকের দিনে এই গেটটি তৈরি হচ্ছে যা আগামী দিনে হেরিটেজ হবে। এই গেট আগামী দুমাসের আগেই সকলের সামনে তুলে ধরতে পারব। রাজ্য সরকার কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করেছে। রাজা আমলের ১৫৪টি স্থাপত্যকে হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তার রক্ষণাবেক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।