প্রতিবেদন : বিপদকালে বুদ্ধিনাশ কেন্দ্রীয় মন্ত্রীর। বিজেপির সবারই তাই হয়েছে। নেতারা শুধু মিথ্যাচারেই থেমে থাকছেন না, নানা উসকানিমূলক মন্তব্য করে রাজ্যকে অশান্ত করতে চাইছেন। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ফের শুরু হল বিতর্ক। রবিবার সন্ধেয় বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান মোড়ে বিজেপির এক কর্মসূচিতে সুভাষ বলেছেন, ‘‘কাশ্মীর ফাইলস’ ছবির মতো আগামী দিনে তৈরি হবে ‘পশ্চিমবঙ্গ ফাইলস’। আজ যেমন কাশ্মীর ফাইলস তৈরি হয়েছে। তেমনি আগামী দিনে পশ্চিমবঙ্গ ফাইলস দেখতে হবে। সেই পশ্চিমবঙ্গ ফাইলসে দেখতে পাওয়া যাবে, কীভাবে মানুষকে মেরে কখনও গাছে ঝুলিয়ে দিচ্ছে, কখনও আবার হাইটেনসন তারে ঝুলিয়ে দিচ্ছে।’’
আরও পড়ুন-ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদলের রহস্য জানাক বিজেপি, আগরতলায় মহামিছিল থেকে দাবি কুণালের
সুভাষের এই মন্তব্যকে উসকানিমূলক বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তীব্র কটাক্ষ করেছেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। বলেছেন, ‘‘নিজের চরকায় তেল দিন। অন্যকে নিয়ে ভাবতে হবে না। পিএম কেয়ার ফান্ডের নামে পিএম নিজের কেয়ার করছেন। দলের সেই দুর্নীতি আগে বন্ধ করুন, তারপর রাজ্যের সমালোচনা করবেন।’’ সুভাষের বিতর্কিত মন্তব্য করা এই প্রথম নয়। আর তার জন্য নানা জায়গায় তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়।
আরও পড়ুন-ত্রিপুরার কোর্টে তিনটি মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ, অমরপুরে সমর্থকদের বাইক মিছিল
খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সুভাষের মন্তব্য নিয়ে বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এমন কিছু হয়নি, যার জন্য পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। একের পর এক ভরাডুবিতে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এমন উসকানিমূলক মন্তব্য করছেন।’’