অভিষেকের শ্রমিকসভার জের, ঠিকাদারদের জারিজুরি খতম

রবিবারেই প্রায় ৩০০ ঠিকাদারকে নিয়ে বৈঠকে পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১ জুনের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে।

Must read

সংবাদদাতা, হলদিয়া : “হলদিয়ায় ঠিকাদারদের একাংশ ইতিমধ্যে শ্রমিকদের ১২ ঘণ্টা কাজ করিয়ে ৮ ঘণ্টার পারিশ্রমিক দিয়েছেন। আগামী ১ জুন থেকে এটা হবে না। এরকম যে করবে তাঁকে শ্রীঘরে ঢোকাতে না পারলে, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।”— শনিবার হলদিয়ার শ্রমিকসভা থেকে ঠিকাদারদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি যে হাওয়ায় ভাসানো নয়, তা সভা শেষের ২৪ ঘণ্টার মধ্যেই টের পেয়ে গেল হলদিয়ার ঠিকাদারমহল।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গ ফাইলস, বিজেপির, কুৎসার রাজনীতি ঘিরে নিন্দা

রবিবারেই প্রায় ৩০০ ঠিকাদারকে নিয়ে বৈঠকে পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১ জুনের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। তা না হলে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে। এখানেই শেষ নয়, ঠিকাদারদের বিরুদ্ধে শ্রমিকেরা যাতে সহজে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন, তার জন্য শীঘ্রই হেল্পলাইন নম্বর চালু করছে হলদিয়া পুলিশ। অভিষেকের শ্রমিক সমাবেশের পরই নড়েচড়ে বসেছে মহকুমা পুলিশ। মঞ্জুশ্রী মোড়ে কুমারচন্দ্র জানা প্রেক্ষাগৃহে সভায় পুলিশকর্তারা ঠিকাদারদের গুচ্ছ নির্দেশিকা দেন। স্পষ্ট জানিয়েছেন, ঠিকাদার সংস্থা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করলে রক্ষা নেই। নেওয়া হবে আইনি পদক্ষেপ। এদিনের সভায় অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডে, এসডিপিও রাহুল পাণ্ডে, সিআই মানবেন্দ্র পাল, ওসি রাজকুমার দেবনাথ, মহিউল ইসলাম, বিনয় মান্না এবং আইসি সৌগত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Latest article