দুয়ারে সরকার হবে বিশ্বের সেরা জনমুখী প্রকল্প

Must read

প্রতিবেদন : তাঁর মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কোর মঞ্চে জিতে নিয়েছে স্বীকৃতি। এবার বিশ্বের সেরা জনমুখী প্রকল্পের শিরোপা পাবে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পও। এমনই আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন-ক্ষুদ্র শিল্পে একনম্বর হবে বাংলা

বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যপালের প্রারম্ভিক বক্তৃতার জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প আগামী দিনে বিশ্বের অন্যতম সেরা প্রকল্প হতে চলেছে। দুয়ারে সরকারে আমরা বিপুল সাড়া পেয়েছি। প্রথম পর্যায়ে ৩২ হাজার ৮৩০টি ক্যাম্পে ২ কোটি ৭৫ লক্ষ মানুষ এসেছেন। দ্বিতীয় পর্যায়ে ১ কোটি ৪৪৩৫টি ক্যাম্পে ৩ কোটি ৬৯ লক্ষ মানুষ এসেছেন। ১৫ ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকারের তৃতীয় পর্যায় শুরু হয়েছে। সেখানে ১৮টি পরিষেবা দেওয়া হচ্ছে। আরও সাতটি পরিষেবা নতুন যুক্ত করা হয়েছে। অর্থাৎ, মোট ২৫টি পরিষেবা মিলছে দুয়ারের সরকার শিবির থেকে। পাশাপাশি রাজ্য সরকারের (West Bengal Government) পাড়ায় সমাধান প্রকল্পের সার্থকতাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, পাড়ায় সমাধানের দু’টি পর্যায়ে ২৪ হাজার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় আড়াই কোটি মানুষকে এই প্রকল্পের অধীনে পরিষেবা প্রদান করা হয়েছে। তাঁর নেতৃত্বাধীন প্রশাসন যে স্বচ্ছ ও গতিশীল, তার স্পষ্ট ধারণা মিলেছে মুখ্যমন্ত্রীর দেওয়া একটি পরিসংখ্যানে। তিনি জানিয়েছেন, সরকারের তরফে পাবলিক গ্রিভ্যান্স সেল চালু করা হয়েছে। যেখানে ১১ লক্ষেরও বেশি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। মোট অভিযোগের প্রায় ৯৯ শতাংশ অভিযোগের নিষ্পত্তি হয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী পড়ুয়াদের পাশে দাঁড়াতে চালু করেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প। যদিও কেন্দ্র সরকারের আওতায় থাকা ব্যাঙ্কগুলি শুরু থেকেই এই প্রকল্পে অসহযোগিতার মনোভাব দেখাচ্ছে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থেই প্রকল্পটি চলবে। তাঁর কথায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কেন্দ্র সরকারের ব্যাঙ্ক বহু ক্ষেত্রেই সহযোগিতা করছে না। তবুও আমরা পড়ুয়াদের ১০ লক্ষ টাকা করে ঋণ দিচ্ছি।

Latest article