নবনীতা মণ্লড, নয়াদিল্লি : সব থেকে বেশি মহিলা জনপ্রতিনিধি রয়েছেন বিরোধী শাসিত পশ্চিমবঙ্গে। ছত্তিশগড়েও যথেষ্ট মহিলা প্রতিনিধি আছেন। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তরে এই কথা জানালেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অনেক বেশি মহিলাদের বিধানসভায় পাঠিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। শুধু বিধানসভায় নয়, সংসদ থেকে শুরু করে পঞ্চায়েত ও জেলা পরিষদেও তৃণমূল কংগ্রেস সর্বাধিক মহিলা প্রতিনিধি পাঠিয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়েছে, মহিলাদের বিধানসভায় পাঠানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি।
আরও পড়ুন-জামিন পেয়েই টুইটারে বিজেপিকে নিশানা সাকেত গোখলে, কৃতজ্ঞতাজ্ঞাপন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে
উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে মহিলাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করেছে বিজেপি ও মোদি সরকার। যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি। কিন্তু কেন্দ্রের পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, মোদি সরকারের মহিলাদের ক্ষমতায়নের প্রচারের আলো পৌঁছয়নি মহিলা জনপ্রতিনিধিদের নির্বাচনের ক্ষেত্রে। রিজিজুর দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ক্ষমতায় আসার পর থেকেই বিগত ১১ বছরে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় মহিলা বিধায়কের হার ১৩.৭০ শতাংশ। শুধুমাত্র বিধানসভা নয়, সংসদেও বেশি সংখ্যক মহিলা সদস্য পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রাজ্যের মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ২৩টি আসন। তারমধ্যে মহিলা সদস্যের হার ৩৯.১৩ শতাংশ। বিধানসভার পাশাপাশি পঞ্চায়েত ও জেলা পরিষদেও মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে রাজ্যে।
আরও পড়ুন-প্রেমের টানে রাশিয়া থেকে বরমাল্য হাতে মুর্শিদাবাদে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রিজিজু শুক্রবার আরও জানিয়েছেন, বর্তমান লোকসভা ও রাজ্যসভায় মহিলা সদস্যের হার যথাক্রমে ১৪.৯৪ শতাংশ এবং ১৪.০৫ শতাংশ। সেই হিসেবে সংসদে তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যের সংখ্যা গড় হারের চেয়ে অনেকটাই বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা কী? তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের নির্দিষ্ট কোনও উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা লিঙ্গ সাম্য। অন্যদিকে ছত্তিশগড়ে বিধানসভাতেও যথেষ্ট সংখ্যক মহিলা প্রতিনিধি রয়েছেন বলে মন্ত্রী জানিয়েছেন।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…