নয়াদিল্লি : একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ঘটলেও দুঃসময়ে বাংলার পাশে দাঁড়ায়নি কেন্দ্রীয় সরকার৷ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ ডাঃ শান্তনু সেনের (Dr Shantanu Sen) প্রশ্নে আরও একবার তা স্পষ্ট হল৷ তিনি জানতে চান, ২০১৯ সালের পর থেকে বাংলায় যে তিনটি বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তা সামাল দিতে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে রাজ্য সরকারকে? ২০১৯ সালে বুলবুল, ২০২০ সালে আমফান এবং ইয়াসের দাপটে রাজ্য ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। সাংসদ শান্তনু সেন (Dr Shantanu Sen) বলেন, এই প্রাকৃতিক বিপর্যয়গুলি সামাল দিতে রাজ্য সরকার প্রশংসনীয় কাজ করেছে। কিন্তু এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে ঠিক কত টাকা সাহায্য দেওয়া হয়েছিল? তৃণমূল (Trinamool Congress) সাংসদের প্রশ্নে সরকার নির্দিষ্টভাবে কোনও জবাব দিতে পারেনি।