আমি কিন্তু দিয়াজের নাম বলিনি : আলেজান্দ্রো

লাল-হলুদ বিতর্ক

Must read

প্রতিবেদন : শক্তিশালী হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ভাল খেলেও জয় হাতছাড়া করে এক পয়েন্ট ঘরে তুলেছে এসসি ইস্টবেঙ্গল (East Bengal)। দল না হারলেও স্প্যানিশ কোচ ম্যানুয়েল দিয়াজের ভবিষ্যৎ যথারীতি অনিশ্চিত। হায়দরাবাদের বিরুদ্ধেও হাওকিপ, আদিলকে না খেলানোয় কোচের রণকৌশল নিয়ে যথারীতি প্রশ্ন রয়েছেই। ক্রিসমাসের কারণে শনিবার পর্যন্ত কোচ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না লগ্নিকারী সংস্থার কর্তারা। আপাতত টানা ছুটি। নতুন বছরে জানুয়ারির ৪ তারিখ পরের ম্যাচ লাল-হলুদের। কোচ বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ট্রান্সফার উইন্ডোয় বিদেশি বদল এবং নতুন ভারতীয় ফুটবলার নেওয়ার সিদ্ধান্ত পাকা।
এদিকে, দিয়াজকে আর কোচ রাখা হবে কি না, তা নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই লাল-হলুদের প্রাক্তন কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ (Alejandro Menéndez) বিস্ফোরণ ঘটালেন। সাফ জানিয়ে দিলেন, তিনি কোনও ভাবেই ইস্টবেঙ্গলের কোচ হওয়ার জন্য দিয়াজের নাম সুপারিশ করেননি। মানোলো দিয়াজ কোচ হয়ে আসার সময় শোনা গিয়েছিল, তাঁকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন নাকি আলেজান্দ্রোই (Alejandro Menéndez)। রিয়াল মাদ্রিদের যুব দলে থাকাকালীন নাকি দু’জনের দারুণ বন্ধুত্ব। তবে শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে পুরোটাই অস্বীকার করেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ কোচ। লেখেন, ‘ইস্টবেঙ্গল কোচের পদ ছাড়ার পর ক্লাবের কারও সঙ্গেই আমার যোগাযোগ নেই। আমি মোটেই মানোলো দিয়াজ বা অন্য কোনও কোচের নাম ইস্টবেঙ্গল কর্তাদের কাছে সুপারিশ করিনি’।

আরও পড়ুন-MP CUP: এমপি কাপের শেষ চারে পশ্চিম বিষ্ণুপুর

Latest article