রঞ্জির সব ম্যাচ খেলব : Manoj Tiwary

Must read

প্রতিবেদন : বাংলার রঞ্জি দলের অনুশীলনে নেমে পড়লেন মন্ত্রীমশাই (Manoj Tiwary)। শুক্রবার সুদীপ, মুকেশদের সঙ্গে চুটিয়ে নেটে ব্যাটিং অনুশীলন করলেন বাংলার প্রাক্তন অধিনায়ক। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন শুরুর অনেক আগেই চলে আসেন মনোজ। রঞ্জির প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না তিনি।

কোচ অরুণ লাল বলেছিলেন, ফিট থাকলে মনোজ অবশ্যই খেলবেন। প্রস্তুতি শুরু করে বাংলার অভিজ্ঞ ব্যাটার বলে দিলেন, তিনি রঞ্জি ট্রফির সব ম্যাচ খেলতে চান। সব ম্যাচ খেলার জন্য তিনি ফিট। মনোজের কথায়, ‘‘খুব ভাল প্র্যাকটিস করছি। ব্যাটের মাঝখান দিয়ে খেলছি। ফিটনেসেও কোনও সমস্যা নেই। হাঁটুর চোট সম্পূর্ণ সেরে গিয়েছে। আশা করছি রঞ্জির সব ম্যাচ খেলতে পারব’’।

আরও পড়ুন-আমি কিন্তু দিয়াজের নাম বলিনি : আলেজান্দ্রো

কোচ অরুণ লালের তত্ত্বাবধানে একটানা চলে অনুশীলন। প্রথমে পেসার, তার পর স্পিনারদের বিরুদ্ধে টানা অনুশীলন সারেন মনোজ। গতবার কোভিডের জন্য রঞ্জি হয়নি। শেষ মরশুমে বাংলা ফাইনাল খেলে। সেবারও রঞ্জিতে ট্রিপল সেঞ্চুরি আছে। কিন্তু এবার মন্ত্রিত্ব সামলে কীভাবে বাংলার জন্য নিজেকে উজাড় করে দিতে চাইছেন বাংলার ‘মানি’? রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর (Manoj Tiwary) জবাব, ‘‘মন্ত্রিত্বে আমার সিনিয়র সব সামলে নেবেন। আর আমি ভারসাম্য রেখেই কাজ করব। খেলায় মনঃসংযোগের অভাব ঘটবে না।’’ এর পরই মনোজ যোগ করেন, ‘‘আমি জানি, আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলে। কিন্তু আমি সেসব কথা শুনি না। আমার পারফরম্যান্সই শেষ কথা বলে। এবারও সেই মন্ত্রেই খেলব।’’

Latest article