খোঁজার পরামর্শ

Must read

কংগ্রেস (Congress) ছেড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার। এই প্রাক্তন মন্ত্রীর দল ছাড়ার পরই মুখ খুললেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Gulam Nabi Azad)। দলের এই প্রবীণ নেতা (Gulam Nabi Azad) বলেন, দলের একের পর এক শীর্ষ নেতার দল ছাড়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে দল ছাড়ার ঘটনায় এটা স্পষ্ট যে, দলের রণকৌশলে ভুল রয়েছে। দলের পরিবেশও ঠিক নেই। কেন প্রতিদিনই কেউ না কেউ দল ছাড়ছেন, কংগ্রেসের উচিত অবিলম্বে তার উত্তর খুঁজে বের করা। দলের অন্দরে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে কংগ্রেসের শীর্ষ নেতারাও অস্বস্তিতে পড়ছেন। সে কারণেই তাঁরা দল ছাড়ছেন। গুলাম নবি ছাড়াও রাজ্যসভার সদস্য আনন্দ শর্মা ও লোকসভার সাংসদ মণীশ তিওয়ারিও বলেছেন, হাইকমান্ডের উচিত এবার দলের ভাঙনের কারণ খুঁজে বের করা। এই নেতারা কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী তথাকথিত জি ২৩-এর সদস্য বলে পরিচিত। অনেকেরই মত, ১০ মার্চের পর পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল কংগ্রেসের পক্ষে অনুকূল না হলে আরও বড় দলত্যাগের ঘটনা ঘটবে।

আরও পড়ুন: চিরকালের অজাতশত্রু

Latest article