ভারতের (India) পথে হেঁটেই চিনা অ্যাপ টিকটক (TikTok ban) নিষিদ্ধ করার নির্দেশ জারি করল আমেরিকা। মার্কিন প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যেই সমস্ত সরকারি ডিভাইস থেকে টিকটক সরিয়ে দিতে হবে। মার্কিন কংগ্রেস কয়েকদিন আগেই দেশের সরকারি কর্মীদের জন্য টিকটক নিষিদ্ধ করেছে। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে এর আগে একাধিক দেশে নিষিদ্ধ হয়েছে টিকটক। সোমবার এই চিনা অ্যাপটি নিষিদ্ধ করেছে কানাডা সরকারও। মার্কিন প্রশাসন এক নির্দেশে জানিয়েছে, কোনওভাবেই যেন এই অ্যাপ ইনস্টল করা না হয়। কোনও তথ্য যেন কোনওভাবেই এই অ্যাপের (TikTok ban) কাছে পৌঁছতে না পারে।