বঙ্গ

খবরটা গণশক্তি কেন লিখল না, অশোকবাবুর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদন : বিজেপি-সিপিএমের গোপন আঁতাঁত প্রকাশ্যে আসতেই মুখ লুকোতে আবোল-তাবোল বকতে শুরু করেছে দু’পক্ষই। কিন্তু সোমবার জাগোবাংলায় এঁদের গোপন বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। সৌজন্য সাক্ষাৎ বললেও অশোক ভট্টাচার্যের মতো হেভিওয়েট সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী-মেয়রের সঙ্গে বিজেপি সাংসদ-বিধায়কের সৌজন্য সাক্ষাতের খবর কিন্তু সিপিএমের দলীয় মুখপত্র গণশক্তিতে প্রকাশ পায়নি। কেন কমরেড? নিছক খবর মিস?

আরও পড়ুন-দীপাবলি ও সম্প্রীতির আলোয় আলোকময়

নাকি সৌজন্যের মোড়কে গভীর ষড়যন্ত্রের খবর চাপার পুরনো প্রবণতা? আর বিজেপির কথা না বললেই ভাল। ষড়যন্ত্র ধামাচাপা দিতে গিয়ে তাদের কাকের মতো অবস্থা। বিজেপির দুই সাংসদ ও বিধায়ক সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বৈঠক করে যাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অশোক ভট্টাচার্য বলতে শুরু করেছেন, ওই বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনাই হয়নি! বাংলার মানুষকে এতটাই বোকা ভাবেন কমরেড?

আরও পড়ুন-সতর্ক প্রীতমরা, আজ ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল

মঙ্গলবার বিজেপি সাংসদ রাজু বিস্ত ও বিধায়ক শঙ্কর ঘোষ সহ ১০-১২ জন বিজেপি নেতা শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যর বাড়িতে যান। বলেন, ডিসেম্বরে সরকার ফেলে দেব, সঙ্গে থাকুন। অশোক ভট্টাচার্য চাপে পড়ে বলছেন, ওরা দীপাবলি উপলক্ষে এসেছিল। অশোক ভট্টাচার্য বিষয়টিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও বিজেপি অস্বীকার করেনি এই ঘটনা। কারণ বিজেপির তো এটাই এজেন্ডা। আর তা সফল করতে সিপিএমের সাহায্য চাইবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুন-কলকাতার ছটপুজোয় কৃত্রিম জলাশয় পুরসভার

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শিলিগুড়িতে বিজেপি ও সিপিএমের বৈঠক হয়েছে। অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপি-সিপিএম-কংগ্রেস একসঙ্গে চলছে। অশোক ভট্টাচার্যর বাড়িতে বিজেপি সাংসদ-বিধায়ক গিয়েছিলেন। এঁরা বলছেন এটা সৌজন্য। তবে অন্দরমহলের সূত্র বলছে, বিজেপি বঙ্গভঙ্গ চক্রান্ত করছে। অগণতান্ত্রিক আচরণের প্রকাশ৷ যার সাহায্য চাইতেই তাঁর বাড়িতে গিয়েছিল বিজেপি।

আরও পড়ুন-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিমতো চা-বলয়ে মিটল জলের সমস্যা, সিত্রাংয়ে ক্ষতি দুই ২৪ পরগনায়

বিজেপি কেন্দ্র শাসিত অঞ্চল করতে চাইছে। বিহার ও উত্তরবঙ্গের কিছু জেলা নিয়ে। এটা নিয়ে মদত চাইতেই অশোকবাবুর বাড়িতে বিজেপি নেতারা গিয়েছিলেন। তবে মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেসই একমাত্র শক্তি৷ সেটা ২০২১ সালে বুঝিয়ে দেওয়া হয়েছে। বামেরা সৌজন্যের মোড়কে এই চক্রান্তের বৈঠক নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করুক।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

18 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

38 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago