প্রতিবেদন : ১৫ অগাস্ট বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি দিয়েছে গুজরাত সরকার। এই ধর্ষকদের কেন মুক্তি দেওয়া হল গুজরাত সরকারের কাছে তা জানতে চাইল সর্বোচ্চ আদালত। দোষীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত নথিপত্র চাইল সুপ্রিম কোর্ট। দু’সপ্তাহের মধ্যে সমস্ত কাগজ জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুন-বিজেপির মেকি দেশপ্রেমের নমুনা, ক্যুরিয়ারে গেল শৌর্যচক্রের পদক, প্রত্যাখ্যান পরিবারের
বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি নিয়ে সরব হয়েছে দেশের সমস্ত মানুষ। বিভিন্ন ক্ষেত্রের আধিকারিক ও প্রাক্তন আমলারা শীর্ষ আদালতে চিঠি লিখে দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। শুক্রবার বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে দোষীদের মুক্তি সংক্রান্ত নির্দেশিকা-সহ সমস্ত নথিপত্র জমা দিতে হবে। তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে।
আরও পড়ুন-জরুরি বৈঠকে সময়সীমা বেঁধে দিলেন মহানাগরিক, রাস্তা মেরামতি ১৯ সেপ্টেম্বরের মধ্যেই
অন্যদিকে, জেল থেকে বেরনোর পরে বীরের মর্যাদায় বরণ করে নেওয়া হয় দোষীদের। বিশ্ব হিন্দু পরিষদের অফিসে ফুল, মালা, মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া ধর্ষকদের। দেশের অধিকাংশ মানুষ চাইছেন, গুজরাত সরকার অবিলম্বে তার সিদ্ধান্ত বদল করুক। ফের জেলে পাঠানো হোক অপরাধীদের।