বিজেপির মেকি দেশপ্রেমের নমুনা, ক্যুরিয়ারে গেল শৌর্যচক্রের পদক, প্রত্যাখ্যান পরিবারের

তবে শহিদের মা-বাবা সেই পদক নিতে অস্বীকার করে ফিরিয়ে দেন। তাঁরা এ বিষয়ে রাষ্ট্রপতি ভবনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির মুখে দেশভক্তির বুলি সর্বজনবিদিত। কিন্তু তাঁদের সেই দেশভক্তি যে কতটা মেকি ও অন্তঃসারশূন্য সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। কয়েকদিন আগে গুজরাতে এক শহিদ জওয়ানকে মরণোত্তর শৌর্যচক্র সম্মান দেওয়া হয়। কিন্তু কোনও অনুষ্ঠান তো দূরের কথা, সেই সম্মান শহিদের বাড়ি পৌঁছেছে ক্যুরিয়ারে মারফত। মোদি সরকারের এই কাজে প্রবল ক্ষুব্ধ ও অসম্মানিত শহিদের মা-বাবা সেই সম্মান ফিরিয়ে দিয়েছেন। তাঁরা মনে করছেন, মোদি সরকারের দেশপ্রেম, জওয়ানদের প্রতি ভালবাসা সবই লোক দেখানো।

আরও পড়ুন-জরুরি বৈঠকে সময়সীমা বেঁধে দিলেন মহানাগরিক, রাস্তা মেরামতি ১৯ সেপ্টেম্বরের মধ্যেই

২০১৭ সালে কাশ্মীরে কর্মরত অবস্থায় শহিদ হয়েছিলেন গোপাল সিং। অনন্য সাহসিকতার জন্য দেশে যে সমস্ত সম্মান দেওয়া হয় তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ সম্মান শৌর্যচক্র। গুজরাতের বাসিন্দা ল্যান্স নায়েক গোপাল সিংকে এই সম্মান দেওয়া হয়। গোপালের মৃত্যুর পর তাঁর স্ত্রী স্বামীর সমস্ত সম্পত্তি ও মৃত্যু পরবর্তী সুযোগ-সুবিধা হাতিয়ে নিতে চান বলে অভিযোগ। শহিদ সেনার বাবা-মায়ের সঙ্গে পুত্রবধূর দ্বন্দ্ব আদালতেও পৌঁছয়। মামলা চলার কারণে শৌর্যচক্র পদক কাকে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত স্থগিত থাকে।

আরও পড়ুন-পুজোর আগেই প্রস্তুত বনবিভাগের ৩৫ হোটেল

শহিদ জওয়ান গোপালের সমস্ত সম্মান তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপরই সোমবার শহিদ গোপাল সিংয়ের বাবা মুকিম সিং ভাদোরিয়ার বাপুনগরের বাড়িতে ক্যুরিয়ারে এসে পৌঁছয় ছেলের শৌর্যচক্র পদক। তবে শহিদের মা-বাবা সেই পদক নিতে অস্বীকার করে ফিরিয়ে দেন। তাঁরা এ বিষয়ে রাষ্ট্রপতি ভবনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Latest article