আগামী ৩৬ ঘন্টায় শক্তি বাড়াতে চলেছে নিম্নচাপ, জানিয়ে দিল হাওয়া অফিস

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ তারিখ, উপকূলের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। ১১ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে

Must read

গতকালকের নিম্নচাপ আজকের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আগামী ৩৬ ঘণ্টায় এটি আরেকটু শক্তি বাড়াবে এবং অবস্থান করবে একই স্থানে। এর ফলে ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ তারিখ, উপকূলের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। ১১ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।’

আরও পড়ুন-ধর্ষকদের মুক্তি কেন? প্রশ্ন কোর্টের

এই নিয়ে তিনি আরও বলেন, ‘দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ১১ তারিখ ও ১২ তারিখ বৃষ্টি চলবে। ১২ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। ১১ তারিখ পশ্চিমের জেলা বাদ দিয়ে সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। ১২ তারিখের পর থেকে ভারী বৃষ্টি হবে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে, বিশেষ করে দুই দিনাজপুর ও মালদায় ১২ এবং ১৩ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা। যেহেতু নিম্নচাপ সমুদ্রের উপর থাকবে তাই উপকূলে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। তার জন্য মৎস্যজীবীদের ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। গতকাল পর্যন্ত তাপমাত্রা অনেকটাই বেড়েছিল। এই নিম্নচাপের ফলে তাপমাত্রা অনেকটা কমে যাবে।’

Latest article