পর্যটকদের জন্য দিঘা থেকে সরছে বেআইনি হকার

পর্যটকদের যাতে অসুিবধে না হয়, তার জন্য পুজোর আগেই সৈকত সরণির রাস্তা যানজট মুক্ত করতে হকার-উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন।

Must read

সংবাদদাতা, দিঘা : মুখ্যমন্ত্রীর স্বপ্নের দিঘা আস্তে আস্তে আরও রূপসি হয়ে উঠছে। তাঁর নির্দেশে বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় হয়েছে সুন্দর রাস্তা, পথবাতি, বসার জায়গা, বিনোদনের জন্য সারাক্ষণ অডিও ভিজুয়ালের ব্যবস্থা। পুজোয় ভাল ভিড় হবে বলে প্রশাসনের অনুমান। পর্যটকদের যাতে অসুিবধে না হয়, তার জন্য পুজোর আগেই সৈকত সরণির রাস্তা যানজট মুক্ত করতে হকার-উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন।

আরও পড়ুন-আগামী ৩৬ ঘন্টায় শক্তি বাড়াতে চলেছে নিম্নচাপ, জানিয়ে দিল হাওয়া অফিস

গত দু বছর কোভিড আর প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্রে দিঘায় সেভাবে ভিড় হয়নি। এবছর টানা ছুটিকে কাজে লাগাতে পুজোয় ভিড় জমবে সমুদ্র সৈকতে। এখন থেকেই অনলাইনে হোটেল বুকিংয়ের ধুম পড়েছে। তাই পুজোর আগে সৈকত শহরকে যানজটমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। নিউ দিঘায় পর্ষদের দফতর থেকে সৈকত সরণি পর্যন্ত রাস্তার দুধারে অবৈধভাবে যেসব হকার রাস্তা দখল করে ব্যবসা করছে, শুক্রবার তাদের উচ্ছেদ করল পর্ষদ। পর্যটকদের দীর্ঘদিনই অভিযোগ ছিল, সমুদ্র সৈকতে রাস্তা জুড়ে অজস্র দোকান। এইভাবে রাস্তা দখল করে ব্যবসা করায় যাতায়াতের ভীষণ সমস্যা হচ্ছিল।

Latest article