কেন রেলমন্ত্রীর স্পেশ্যাল ট্রেনও স্টেশনে ঢুকতে ২ ঘণ্টা দেরি করল? বিশৃঙ্খলা পুরুলিয়ায়

Must read

কেন্দ্রের রেলমন্ত্রীর স্পেশ্যাল ট্রেনও স্টেশনে ঢুকল দেরিতে। ৫, ১০ মিনিট নয় দু’ঘণ্টা পাঁচ মিনিট লেট করে পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছল স্পেশাল ট্রেন। ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর দক্ষিণ-পূর্ব রেলের অধিকাংশ ট্রেন নির্দিষ্ট সময় থেকে প্রায় ৩-৪ ঘণ্টা দেরিতে যাওয়া একরকম নিয়ম হয়ে গিয়েছে। এই নিয়ে যাত্রীরা আগেই অভিযোগ করেছিলেন। এবার একেবারেই যাত্রীবাহী রেলের মতো কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) স্পেশ্যাল ট্রেনও দু’ঘণ্টা দেরিতে চলল।

উইন্ডো ট্রলি ইনস্পেকশনে পুরুলিয়া এসেছিলেন বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তাঁর স্পেশ্যাল ট্রেনও দু’ঘণ্টা দেরি করে পৌঁছনোয় পুরুলিয়া ও ঝালদা স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।  পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় আরপিএফ। কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা দফরের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিশৃঙ্খলা এড়ানো গেল না। এদিকে কেন দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন দেরি হওয়া ‘রুটিন’ হয়ে গিয়েছে? যাত্রীদের এই প্রশ্নের উত্তরও দিলেন না রেলমন্ত্রী। একইসঙ্গে তাঁর পরিদর্শনেও স্পেশ্যাল ট্রেনে দেরি হল কেন? এই প্রশ্নের জবাবও এড়িয়ে গেলেন তিনি।

আরও পড়ুন- তাজপুরে ফের সকলে পারবে টেন্ডারে অংশ নিতে : মুখ্যমন্ত্রী

মঙ্গলবার ওড়িশার রায়রঙ্গপুর থেকে উইন্ডো ট্রলি ইন্সপেকশন শুরু করেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর পরিদর্শন ছিল ঝাড়খণ্ডের হাটিয়া পর্যন্ত। সরকারিভাবে আদ্রা ডিভিশনের চান্ডিল, পুরুলিয়া ও ঝালদা স্টেশনে তাঁর পরিদর্শন ছিল। তবে এই সরকারি অনুষ্ঠান কার্যত গেরুয়া হয়ে উঠেছিল। আর তাতেই নিন্দার ঝড় পুরুলিয়ায়।

 

 

Latest article