জাতীয়

শিন্ডে শিবিরে বিদ্রোহের হাওয়া, দাবি সামনায়, জোট ছাড়ার পথে ৯ সাংসদ, ২২ বিধায়ক

প্রতিবেদন : মাত্র বছরখানেকের মধ্যেই বিজেপির প্রতি তাঁদের মোহভঙ্গ হয়েছে। যে কারণে একনাথ শিন্ডে শিবিরের ২২ জন বিধায়ক ও ৯ জন সাংসদ অবিলম্বে জোট ও দল ছাড়তে চাইছেন। তবে জোট ছাড়তে চাওয়া সাংসদ ও বিধায়কদের এই সংখ্যাটা আগামী দিনে আরও বাড়তে চলেছে। এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে শিবসেনা (উদ্ধব ঠাকরে) মুখপত্র সামনায়। সামনা দাবি করেছে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার ২২ জন বিধায়ক এবং ৯ জন সাংসদ বিজেপির প্রতি প্রবল অসন্তুষ্ট হয়ে দল ছাড়তে চাইছেন।

আরও পড়ুন-প্রকাশ্যে ক্ষমা চাইলে আলোচনা হতে পারে, ইমরানকে জানাল শাহবাজ সরকার

যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি তাঁদের উদ্ধব শিবির থেকে ভাঙিয়ে এনেছিল শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতির কোনওটাই তারা পূরণ করেনি। এক বছরের মধ্যেই তাঁরা বুঝতে পেরেছেন, বিজেপি এবং ওই দলের মোদি-অমিত শাহর মতো শীর্ষ নেতারা নিতান্তই ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে উদ্ধব শিবির থেকে তাঁদের টেনে এনেছিলেন। সে কারণেই বিজেপির প্রতি শিন্ডে শিবিরের বিধায়ক ও সাংসদদের ক্ষোভ ক্রমশই বাড়ছে। উদ্ধব শিবিরের সাংসদ বিনায়ক রাউত বলেছেন, ওই বিক্ষুব্ধ সাংসদ ও বিধায়করা তাঁদের দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁরা শিন্ডের নেতৃত্বাধীন দল ছাড়তে চান। কারণ জোট সরকারের আমলে তাঁদের নির্বাচনী এলাকায় কোনও উন্নয়ন হয়নি।

আরও পড়ুন-সফল অস্ত্রোপচার সরকারি হাসপাতালে, গৃহবধূর পেটে ৮ কেজির টিউমার

জোট সরকার প্রতিশ্রুতি পূরণ না করায় তাঁরা নিজেদের নির্বাচনী কেন্দ্রের মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছেন। আগামিদিনে আরও বেশ কয়েকজন সাংসদ ও বিধায়কও জোট ছাড়ার কথা চিন্তাভাবনা করছেন। সোমবার সামনায় লেখা হয়েছে, শিবসেনার প্রবীণ নেতা গজানন কীর্তিকর, যিনি হাম হ্যায় শিবসেনা স্লোগান তুলেছিলেন, তিনি প্রকাশ্যেই বিজেপির আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর দাবি, রাজ্যের ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা জোটে সবকিছু ঠিকঠাক চলছে না। কীর্তিকর বিজেপির বিরুদ্ধে বৈষম্যের রাজনীতি করার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আমরা ১৩ জন সাংসদ আর এনডিএ-র অংশ নই। আমরা আশা করেছিলাম, আমাদের নির্বাচনী এলাকার সমস্যাগুলি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। কিন্তু সেটা হচ্ছে না। কীর্তিকর আরও দাবি করেছেন, তাঁরা রাজ্যের ২২ টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে বিজেপি তাঁদের ৫-৭টি আসনও ছাড়তে রাজি নয়। বিজেপির এই দাদাগিরি তাঁরা কোনওভাবেই মেনে নেবেন না। প্রয়োজনে তাঁরা বিজেপির বিরুদ্ধেও লড়াই করবেন। সামনায় আরও বলা হয়েছে, আত্মসম্মান ও সম্মান কখনওই টাকা দিয়ে কেনা যায় না। তা আবারও প্রমাণ হল।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago