কমল মজুমদার, জঙ্গিপুর: নিম্নচাপের মেঘ সরতেই মুর্শিদাবাদ জেলা জুড়ে শীত (winter) পড়ছে। এই শীতে সুতি-১ ব্লকের জাতীয় জলাভূমির মর্যাদাপ্রাপ্ত আহিরণ বিলে পরিযায়ী পাখিরা ভিড় করে। কিন্তু এবার এখনও কারও দেখা নেই। প্রায় ৬৪ একর জুড়ে বিস্তৃত এই বিলে দেখা মিলত পিনটেল, লেসার হুইসলিং, টিলের, উডডাক, মুরহেনের মতো পরিযায়ী পাখির। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিতে সংস্কারের অভাবে বর্তমানে কচুরিপানা আর আগাছায় ভরে গিয়েছে বিল।
আরও পড়ুন-আজ ৫০০০ পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী
শীতে পরিযায়ী পাখি দেখতে পর্যটকের ঢল নামত। গত কয়েক বছর পাখিদের দেখা মেলে না। বিলকে ঘিরে গড়ে ওঠা হোটেলগুলোও ফাঁকা থাকছে। পরিযায়ী পাখি না আসার কথা স্বীকার করেছেন আহিরণ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বিবি। বলেন, প্রণব মুখোপাধ্যায় এক সময় এই বিলটিকে এশিয়ার বৃহত্তম পখিরালয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু বিজেপি সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রাখায় আমরা বিল সংস্কার করতে পারছি না। তাই বিল কচুরিপানায় ভরে যাওয়ায় পরিযায়ী পাখিরা আসছে না।
আরও পড়ুন-টালবাহানার পর ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও
তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার অবশ্য বক্তব্য, জেলা পরিষদ বিলটি সংস্কারে উদ্যোগী হয়েছিল। কিন্তু বিলের জমির মালিকানা কার হাতে, তা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। সেগুলো কেটে গেলে আমরা বিলটিকে সাজিয়ে তুলব, যাতে পরিযায়ী পাখিরা আবার ভিড় জমায়।