টালবাহানার পর ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও

সাই ছত্তিশগড়ের সবচেয়ে প্রবীণ আদিবাসী নেতাদের মধ্যে একজন। ছত্তিশগড়কে মুলত আদিবাসী অধ্যুষিত রাজ্য হিসাবে দেখা হয়।

Must read

প্রতিবেদন : দলীয় কোন্দলে জেরবার হয়ে জেতার পরও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। অবশেষে রবিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণুদেও সাইকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ঘোষণা করল গেরুয়া শিবির। আশায় থেকেও এযাত্রায় শিকে ছেঁড়েনি প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের। লোকসভা ভোটের আগে রাজনৈতিক ফায়দা পেতে আদিবাসী মুখেই সিলমোহর দিল দল। সাই ছত্তিশগড়ের সবচেয়ে প্রবীণ আদিবাসী নেতাদের মধ্যে একজন। ছত্তিশগড়কে মুলত আদিবাসী অধ্যুষিত রাজ্য হিসাবে দেখা হয়। কারণ এর জনসংখ্যার ৩২ শতাংশ তফসিলি উপজাতি।

আরও পড়ুন-উত্তরসূরি ঘোষণা মায়াবতীর

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আদিবাসীদের বার্তা দিতেই বিজেপি নেতা বিষ্ণুদেব সাইকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়েছে। একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং চারবারের লোকসভার সাংসদ ৫৯ বছর বয়সি সাই অবিভক্ত মধ্যপ্রদেশের দু’বার বিধায়কও ছিলেন। ছিলেন দলের রাজ্য সভাপতিও। মুখ্যমন্ত্রী ঠিক করতে রবিবার সকালে রায়পুর পৌঁছে যান দলের তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্জুন মুন্ডা এবং দুষ্মন্তকুমার গৌতম। সাই নিজে কুঙ্কুরি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ওই কেন্দ্রে তিনি কংগ্রেস প্রার্থীকে ২৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন।

Latest article