আজ ৫০০০ পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী

এই সভা থেকে মানুষের জাতে পাট্টা প্রদান করবেন তিনি। এছাড়াও জেলায় প্রত্যেক এলাকার কিছু কিছু মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হবে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : আজ সোমবার বানারহাটে আরও উন্নয়নের বার্তা দেবেন মুখ্যমন্ত্রী (chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ভূমিহীন ও চা-শ্রমিক-সহ ৫০০০ জনকে জমির পাট্টা দেবেন তিনি। বেলা ১২টায় শুরু হবে অনুষ্ঠান। বানারহাট তরুণ সংঘ মাঠে এই অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে সেজে উঠেছে বানারহাট।

আরও পড়ুন-টালবাহানার পর ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও

এই সভা থেকে মানুষের জাতে পাট্টা প্রদান করবেন তিনি। এছাড়াও জেলায় প্রত্যেক এলাকার কিছু কিছু মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হবে। মূলত যাঁদের নিজস্ব জমি নেই এবং প্রয়োজন তাঁদেরকেই পাট্টা দেওয়া হবে। পাট্টা ছাড়াও জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ময়নাগুড়ি মিউনিসিপালিটির সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শিলান্যাস করবেন। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প হচ্ছে। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির গড়া একটি ভবন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ভবনে সব রকম অনুষ্ঠান করতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন-উত্তরসূরি ঘোষণা মায়াবতীর

এছাড়াও আরও কিছু সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও প্রকল্পের উদ্বোধন করবেন। বানারহাটের সভা শেষ করে তিনি শিলিগুড়ি যাবেন। একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে ওইদিন কলকাতা ফিরে যাবেন।

Latest article