প্রতিবেদন : গত সপ্তাহটা প্রায় ভরা বর্ষার আবহেই কেটেছে দক্ষিণবঙ্গের মানুষের। নতুন সপ্তাহের শুরুতেই জাওয়াদ ধাক্কা কাটিয়ে অবশেষে বাংলার দুয়ারে এসে হাজির হয়েছে শীত। রবি সকালে কলকাতার ঘুম ভেঙেছে কনকনে ঠান্ডা হাওয়ায়। পারদ বলছে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন-শুরু হল হাওড়া বইমেলা
একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের দাবি, সোমবার থেকেই হয়তো সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। একদিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ পতন হতে পারে। আগামী কয়েকদিন থিতু হবে শীত। আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, জাওয়াদ-উত্তর বঙ্গে এবার সক্রিয় হতে চলেছে উত্তুরে হাওয়া।
আরও পড়ুন-১০০ দিনের কাজে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, ৫০ শতাংশ মহিলা সুপারভাইজার
বঙ্গোপসাগরের ওপরে এখন আর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সক্রিয় নেই। তাই সেদিক থেকে শীত আসার পথে কোনও বাধাও নেই। আর তার জেরেই উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে শুকনো ঠান্ডা হাওয়া হু হু করে ছুটে আসছে রাজ্যের দিকে। ক্যালেন্ডার বলছে আগামী সপ্তাহেই পৌষ মাস শুরু হচ্ছে। বাংলা ঋতুচক্র অনুযায়ী পৌষ, মাঘ শীতকাল। কাজেই শীতের শুরুতেই এবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বঙ্গে।