শুরু হল হাওড়া বইমেলা

বইমেলার উদ্বোধনে মন্ত্রী অরূপ রায়, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, জেলাশাসক মুক্তা আর্য ও পুলিশ কমিশনার সি সুধাকর।

Must read

প্রতিবেদন : রবিবার থেকে শুরু হল ৩৩ তম হাওড়া (Howrah) জেলা বইমেলা। শরৎসদন প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সমবায়মন্ত্রী অরূপ রায়।

আরও পড়ুন-১০০ দিনের কাজে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, ৫০ শতাংশ মহিলা সুপারভাইজার

উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, ডাঃ নির্মল মাজি, সুকান্ত পাল, হাওড়া কর্পোরেশনের প্রশাসক পর্ষদের চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, জেলাশাসক মুক্তা আর্য। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধে সাড়ে ৭টা অবধি চলবে মেলা।

হাওড়া জেলা গ্রন্থাগার দফতরের উদ্যোগে আয়োজিত এই বইমেলায় বিভিন্ন নামীদামি প্রকাশনা সংস্থার স্টলের পাশাপাশি রয়েছে লিটল ম্যাগাজিনের স্টলও। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্প, কবিতা, ছড়া পাঠের আসর, আলোচনাচক্র, বিতর্ক সভা।

Latest article