যাদবপুরের কাছের মানুষ

নির্বাচনী বিধি লাগু থাকায় বিদায়ী কাউন্সিলররা এখন সার্টিফিকেট দিতে পারবেন না। তাই বিধায়ক হিসেবেই সেই সার্টিফিকেট দিতে হচ্ছে মানুষকে।

Must read

সোমনাথ বিশ্বাস : পুরসভার দক্ষ কাউন্সিলর থেকে বিধায়ক হয়েছেন। একুশে হাইভোল্টেজ বিধানসভা ভোটে বামেদের হেভিওয়েট প্রার্থী সুজন চক্রবর্তীকে হারিয়ে যাদবপুর কেন্দ্রটি পুনরুদ্ধার করেছেন। এবারও ফের আসন্ন কলকাতা পুরভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী। বিধায়ক দেবব্রত মজুমদার।

আরও পড়ুন-বাধা কেটে চাঙ্গা শীত

যিনি যাদবপুর এলাকায় সকলের প্রিয় মলয় বলেই পরিচিত। আর আগে ৯৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন দেবব্রত মজুমদার। তবে তাঁর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় এবার সেখানে ঘাসফুলের প্রার্থী হয়েছেন বাম আমলের মন্ত্রী তথা নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা। আর দেবব্রত মজুমদার লড়ছেন পাশের ওয়ার্ড ৯৭ নম্বর ওয়ার্ড থেকে। এই ওয়ার্ড অবশ্য যাদবপুর নয়, টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত।

আরও পড়ুন-

তাই এলাকায় কাজের মানুষ, কাছের মানুষ বলে পরিচিত মলয়ের ওয়ার্ড বদলালেও জয়ের ধারা বদলাবে বলে দাবি করতে পারছেন না তাঁর চরম সমালোচকও। শুধু নিজের ওয়ার্ড নয়, তিনি বিদায়ী পুরবোর্ডের প্রশাসকমণ্ডলীতে গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে এবং বিধায়ক হয়ে যাওয়ার পর অন্য ওয়ার্ডেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যেতে হচ্ছে দেবব্রত মজুমদারকে। প্রচারের ফাঁকে সামলাতে হচ্ছে বিধায়কের কাজও। নির্বাচনী বিধি লাগু থাকায় বিদায়ী কাউন্সিলররা এখন সার্টিফিকেট দিতে পারবেন না। তাই বিধায়ক হিসেবেই সেই সার্টিফিকেট দিতে হচ্ছে মানুষকে।

Latest article